পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৪৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ—দেবীসিংহের উৎপীড়ন—১৮শ শতাব্দী। N 8 Xo প্রজাদের দেখাইয়া জমিদারগণে । এ দেয় দুস্ক না ভাবিয়া অন্ন খান কেনে ৷ উত্তর হতে জল আসিয়া বড় লাগে বাণ। সেই বাণে খায় ফেলায় যত কিছু ধন। কত দিনে কত কষ্টে কত টাকা দিয়া । ক্যারোয়ার (১) মুখ আমি দিয়াছি বান্ধিয়া ॥ রাজার পাপে প্রজা নষ্ট দেওয়ায় (২) নাই জল। মাঠে ধান জলিয়া গেল ঘরে নাই সম্বল ৷ বচ্ছরে বছরে এলা (৩) হইতেছে আকাল । চালে নাই খেড় কারো ঘরে নাই চাল ॥ মাও ছাড়ে বাপ ছাড়ে ছাড়ে নিজের মাইয়া। বেটা ছাড়ে বেটি ছাড়ে নাই কারো মায়া ॥ দুষ্ট রাজা দেবীসিংহে বুঝাইতে গেলাম । আমার পায়ে বেড়ী দিল দেওয়ানের গোলাম ॥ প্রজার অবস্থা দেখি যা করিতে হয়। কর জমিদারগণ তোমরা মহাশয় ॥ কারো মুখে নাই কথা হেঠমুণ্ডে রয়। রাগিয়া শিবচন্দ্র রায় পুনরায় কয়। যেমন হারামজাদা বজপুর (৪) ডাকাইত। খেদাও সৰ্ব্বায় তাক ঘাড়ে দিয়া হাত ৷ জলিয়া উঠিল তবে জয়দুর্গ মাই। ཟླ་ཧྥ་། ཝ “འཆ་ཐ་ তোমরা পুরুষ নও শকতি কি নাই ৷ মাইয়া হয় জনমিয়া ধরিয়া উহারে । খণ্ড খণ্ড কাটিবারে পারো তলোয়ারে। করিতে হৈবে না আর কাহাকেও কিছু। প্রজাগুলা করিবে সব হইব না নীচু ॥ রাগি-কয় শিবচন্দ্র থরথর কাপে । ফ্যাণী (৫) ধরি উঠে যেমন রাগি গোমা সাপে ৷ শিবচন্দ্র নন্দী কয় শুন প্রজাগণ । রাজার তোমরা অন্ন তোমরাই ধন ॥ (১) করোতোমার। - (২) দেওয়ায় = মেঘে । (৩) এখন। (৪) ভোজপুরী। (৫) ফণী । ՀԵ