পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৪৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>8"と বঙ্গ-সাহিত্য-পরিচয় । দণ্ডীদিগের প্রতি দৃষ্টি করিয়া । ওরে ভও হাতে দণ্ড এ কেমন রোগ । দণ্ডে দণ্ডে নিজ-দণ্ডে দণ্ড কর ভোগ ॥ নিজ-হাতে নিজ-পিণ্ড করিয়া গ্ৰহণ ৷ লণ্ড ভণ্ড হোয়ে মর কাও এ কেমন ॥ মুক্তি মুক্তি করিতেছ যত নারী-নরে। কথায় বসায়ে হাট বেচা কেনা করে ॥ কেহ বেচে কেহ কেনে কেহ করে দান । সকলেই শুনিতেছে কারো নাই কাণ৷ ঈশ্বর-স্তোত্র । জানা গেল যত করুণাময় করুণ তোমার হে। নামের মহিমা যদি না ধরিবে। কাতরে করুণা যদি না করিবে । জীবের যাতনা যদি না হরিবে । অনাথ তবে হে কেমনে তরিবে ॥ তোমা বিনে আর কাহারে স্মরিবে । বল না কে আছে আর হে। ভবের ব্যাপারে হয়েছ ব্যাপারী। বিষম ব্যাপার বুঝিতে না পারি। মূল ধন কোথা মনে না বিচারি। লাভের ব্যাপারে মানিলাম হারি ॥ অসার সংসারে করেছ সংসারী। কেমনে পাইব সার হে ৷ মলেম মলেম হলেম মাটি। পায়ের বন্ধন কেমনে কাটি ॥ নিয়ত মারিছে মাথায় লাঠি । কারাগারে পড়ে কেবলি খাটি । খাটাখাটি করে খেটে মরি শুধু। খাটি কর একবার হে ॥