পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৪৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৃষ্ণচন্দ্রীয় যুগ—রামপ্রসাদ সেন—১৭১৮-১৭৭৪ খৃঃ। >88○ কাঞ্চন কস্তী বক অপরাজিত চম্পক । মালতী মল্লিকা কুন্দ শেফালিকা কেতকী বর্ণে কনক ॥ যুর্থী গন্ধরাজ ফুল নাগকেশর বকুল । কিংশুক রঞ্জন কদম্ব মঞ্জন কামিনী-নয়ন-শূল ৷ সুন্দর সৌরভ ছুটে মন্দ মন্দ বায়ু বটে। নাসা-রন্ধে, ভ্রাণ স্মরে দহে প্রাণ চমকিয়া হীরা (১) উঠে। গতি গজ জিনি মন্দ হৃদয়-পরমানন্দ । কোকিল-কুজিত ভ্রমর-গুঞ্জিত ফুলে পিয়ে মকরন্দ ॥ ভ্ৰমিতে কানন-মাঝ সম্মুখে যুবক-রাজ । পুটাঞ্জলি-পাণি মুখে মৃদু বাণী কহে তব এই কাষ ॥ সামান্ত পুরুষ নহ স্বরূপে আমাকে কহ । পূৰ্ণব্ৰহ্ম হরি নররূপ ধরি কি হেতু তুমি ভ্রমহ ৷ কত পুণ্যপুঞ্জ মম ধন্ত কেবা মম সম । শুন মহাশয় - ধন্ত মমালয় অতিথি শ্রীনরোত্তম ৷ গুণরাশি (২) কহে হাসি এ কথা না ভালবাসি। হেদে শুন কই সাপরাধী হই তুমি গো ধৰ্ম্মতঃ মাসী ॥ ইরাবতী মনে হাসে সুধার সাগরে ভাসে। শ্ৰীপ্রসাদ বলে কবি কুতুহলে চলিল মালিনী-বাসে ॥ (১) হীরা=হীরা মালিনী। (২) গুণরাশি = গুণের রাশি ; এখানে সুন্দরকে বুঝাইতেছে।