পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৪৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3888 বঙ্গ-সাহিত্য-পরিচয় । সুন্দরের মালা-গাথা । বিনা স্থত কি অদ্ভূত গাথে পুষ্প হার। কিবা শোভা মনোলোভা অতি চমৎকার ॥ জবা বক মুচম্পক কুন্দ শেফালিকা। জাতিফুল ও বকুল মালতী মল্লিকা ৷ গাথে বীর করবীর অশোক কিংশুক । বাছি লয় পুষ্পচয় পরম কৌতুক। পদ্ম-সঙ্গে গাথে রঙ্গে স্থল-পদ্ম ভালো। মাঝে মাঝে গন্ধরাজে আরো করে আলো ॥ সমভাগে গাথে নাগ-কেশর ধাতকী । সৰ্ব্বশেষ গাথে বেশ কুসুম কেতকী। তুলা নাই কোন ঠাঞি এ কি অসম্ভব। দৃষ্টিমাত্র কাপে গাত্র জন্মে মনোভব। কহে রাম (১) মনস্কাম পূর্ণ কর কালী। নৃপবালা পাবে জালা এ গাথনী ভালী ॥ বৰ্দ্ধমান-রাজ বীরসিংহ । সিংহাসনে নরসিংহ বীরসিংহ রায় । তপ্ত-তপনীয়-তনু তারাপতি-প্রায় ॥ প্রমথেশ-প্রিয়া-পূজা-প্রসাদ-চন্দন। ভালে বিন্দু বিধু-মধ্যে বালার্ক যেমন । প্রচণ্ড চণ্ডাৰ্চ্চিচয় চতুর্দিকে দ্বিজ। পুরোহিত-বেষ্টিত যেমন মথ-ভুজ ॥ কিঙ্কর-নিকরে করে চামর ব্যজন। মস্তকে ধবলচ্ছত্র কিবা সুশোভন ॥ তদুপরি চন্দ্ৰাতপ তমঃ করে দুর। বাম ভাগে মহাপাত্র পরম চতুর। সুন্দর-দর্শনে নাগরীগণের কথা । কি মেরু-শিখর কিবা বিধুবর বিবেচনা কর কি তরুতলে। (১) রাম = রামপ্রসাদ ।