পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

〉8Qミ দুর্গার উত্তর। বঙ্গ-সাহিত্য-পরিচয় । পরম্পরা পরস্পর শুনি এই স্বত্র। স্ত্রী-ভাগ্যে ধন পুরুষের ভাগ্যে পুত্র। এই রূপে দুই জনে বাড়িছে বাকছল। ভারতে বিদিত ভাল দুঃখের কন্দল। (১) শিবার হইল ক্রোধ শিবের বচনে। ধক্ ধৰ্ব্ব জলে অগ্নি ললাট-লোচনে ॥ শুনিলি বিজয় জয়া (২) বুড়ীটির বোল। আমি যদি কই তবে হবে গণ্ডগোল ॥ হায় হায় কি কহিব বিধাতা পাষণ্ডী। চণ্ডের কপালে পড়ে নাম হৈল চণ্ডী ॥ গুণের না দেখি সীমা রূপ ততোধিক । বয়সে না দেখি গাছ পাথর বল্মীক ॥ সম্পদের সীমা নাই বুড়া গরু পুজি। রসন কেবল কথা সিন্দুকের কুঁজি ৷ কড়া পড়িয়াছে হাতে অন্ন বস্ত্ৰ দিয়া । কেন সব কটু কথা কিসের লাগিয়া ॥ আমার কপাল মন্দ তাই নাই ধন । উহার কপালে সভে হয়েছে নন্দন ॥ কেমনে এমন কন লাজ নাহি হয়। কহিবারে পারি কিন্তু উপযুক্ত নয়। অলক্ষণ সুলক্ষণ যে হই সে হই । মোর আসিবার পূৰ্ব্ব-কালি ধন কই। গিয়াছিলে বুড়াটি যখন বর হয়ে। নিয়াছিলে মোর তরে কত ধন লয়ে ৷ বুড়া গরু লড়া দাত ভাঙ্গ গাছ গাড়। ঝুলি কঁথা বাঘ-ছাল সাপ সিদ্ধি-লাডু। তখন যে ধন ছিল এখন সে ধন ৷ তবে মোরে অলক্ষণা কন কি কারণ ॥ (১) এইরূপ দুঃখকর কলহ ভারতচন্দ্র ভাল জানেন, অর্থাৎ তিনিও স্ত্রীর সঙ্গে এইরূপ কলহ করিয়া থাকেন। (২) বিজয়া এবং জয় পাৰ্ব্বতীর সখী ।