পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৃষ্ণচন্দ্রীয় যুগ—ভারতচন্দ্র—১৭১২-১৭৬০ খৃঃ । Y 8(? (? শঙ্করের মৃত্য । জয় জয় অন্নপূর্ণ বলিয়া। নাচেন শঙ্কর ভাবে ঢলিয়া ॥ হরিষে অবশ অলস অঙ্গে । নাচেন শঙ্কর রঙ্গ-তরঙ্গে ॥ লটপট জটা লপটে পায়। ঝরঝর ঝরে জাহ্নবী তায় ॥ গর গর গর গরজে ফণী । দপ্ দপ্‌ দপ্‌ দীপয়ে মণি ॥ ধক্ ধক ধক ভালে অনল। তর তর তর চাদ-মণ্ডল ॥ সর সর সরে বাঘের ছাল । দল মল দোলে মুণ্ডের মাল ॥ তাধিয়া তাধিয়া বাজয়ে তাল । তাতা থেই থেই বলে বেতাল ॥ ববম্ববম্ বাজয়ে গাল। ডিমি ডিমি বাজে ডমরু ভাল ॥ ভভমৃ ভভম্ বাজয়ে শিঙ্গা। " মৃদঙ্গ বাজয়ে তাধিঙ্গা ধিঙ্গা ॥ পঞ্চ মুখে গেয়ে পঞ্চম তালে। নাচেন শঙ্কর বাজায়ে গালে ॥ নাটক দেখিয়া শিব ঠাকুর। হাসেন অন্নদা মৃদু মধুর। অন্নদে অন্ন দেহ এই যাচে । ভারত ভূলিল ভবের নাচে। ব্যাস । ব্যাস নারায়ণ-অংশ ঋষিগণ-অবতংশ যাহা হইতে আঠার পুরাণ। ভারত পঞ্চম বেদ নানা মত পরিচ্ছেদ বেদ ভাগে বেদান্ত বাথান ॥ সদা বেদ-পরায়ণ প্রকাশিলা পারায়ণ শিষ্যগণ বৈষ্ণব সংহতি ।