পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

రి రి - বঙ্গ-সাহিত্য-পরিচয় । কি হেরল অপরূপ গোরী। পৈঠল হিয় মাহ মোরি ॥ (১) র্যহী র্যহী নয়ন বিকাশ । র্তহি তঁহি কমল-পরকাশ ৷ যহ লহু (২) হাস সঞ্চার। তহি তঁহি অমিয় বিকার (৩) ৷ যাহা যাহা কুটিল কটাখ (৪)। র্তহি তঁহি মদন-শর লাখ ॥ হেরইতে সো ধনী থোর। অব তিন ভুবন অগোর (৫) ॥ পুন কিয়ে দরশন পাব। অব মোহে ইহ দুখ যাব ৷ বিদ্যাপতি কহ জানি । তুয় গুণে দেয়ব আনি ॥ পীন পয়োধর দুবরি গত । (৬) মেরু উপজল কনক লতা । (৭) এ কাহ্ন, এ কাছ (৮) তোরি দোহাই। অতি অপরূপ দেখলি রাই ॥ মুখ মনোহর অধর সুরঙ্গ । বাধুলি মাধুরি কমলক-সঙ্গ । লোচন-যুগল থির ভৃঙ্গ-আকার। মধু মাতল কিয়ে উড়ই ন পার। (৯) (b) (R) (8) (9) পড়িল । দুবরি = দুৰ্ব্বল । আমার হিয়ার মধ্যে প্রবেশ করিল। লঘু , মৃত্ন । (৩) বিকিরণ করে। (৫) অগোর = অজ্ঞান=মোহ-প্রাপ্ত। পয়োধর স্থল হওয়াতে দেহ তন্ত্ৰী হইয় (৭) কনক-লতাতে যেন মেরুপৰ্ব্বতের আবির্ভাব হইল। অর্থাৎ প্রশস্ত পয়োধরভরে দেহ ক্ষীণ হইয়া পড়িল ; কনকলতায় যেন মেরুপৰ্ব্বত উৎপন্ন হইল। (৮) কাহ্ন,=কান্থ=কৃষ্ণ। (৯) চক্ষু দুটি স্থির ভ্রমরের স্থায়, তাহারা যেন মধুতে মত্ত হইয় আছে, এ জন্ত উড়িতে পারিতেছে না।