পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ծ8ԳՋ বঙ্গ-সাহিত্য-পরিচয় । মানসিংহের সেনা-নিবাসে ঝড়-বৃষ্টি । দশ দিক্‌ আন্ধার করিল মেঘগণ। দুণ হয়ে বহে উনপঞ্চাশ পবন । ঝঞ্চনার ঝঞ্চনী বিদ্যুৎ চকমকী। হড়মড়ী মেঘের ভেকের মকমকী। ঝড়ঝড়ী ঝড়ের জলের ঝরঝরী। চারি দিকে তরঙ্গে জলের তরতরী ॥ থরথরী স্থাবর বজের কড়মড়ী । ঘুট্‌ফুট্‌ আঁধার শিলার তড়তড়ী। ঝড়ে উড়ে কানাৎ দেখিয়া উড়ে প্রাণ । কুঁড়ে ঠাট ডুবিল তাম্বুতে এল বাণ। সাতারিয়া ফিরে ঘোড়া ডুবে মরে হাতী। পাকে গাড়া গেল গাড়ী উট তার সাতি ॥ ফেলিয়া বন্দুক জামা পাগ তলওয়ার। ঢাল বুকে দিয়া দিল সিপাই সাতার। খাবি থায়ে মরে লোক হাজার হাজার । তল গেল মাল মাত্তা উরুদু বাজার। বকড়ী বকড়া মরে কুকড়ী কুকড়া। কুজড়ানী কোলে করি ভাসিল কুজড় ৷ ঘাসের বোঝায় বসি ঘেসেড়ানী ভাসে। ঘেসেড়া মরিল ডুবে তাছার হাভাসে। কান্দি কহে ঘেসেড়ানী হায়রে গোসাঞি। এমন বিপাকে আর কন্তু ঠেকি নাই ৷ বৎসর পনর ষোল সবে মাত্র আমি । ক্রমে ক্রমে বদলিনু এগারটি স্বামী ॥ হেদে গোলামের বেটা বিদেশে আনিয়া । অনেকে অনাথ কৈল মোরে ডুবাইয়া ॥ ডুবে মরে মৃদঙ্গ মৃদঙ্গ বুকে করি। কালোয়াত ভাসিল বীণার লাউ ধরি। বাপ বাপ মরি মরি হায় হায় হায়। উভরায় কন্দে লোক প্রাণ যায় যায়।