পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮌ8Ꮔb~ বঙ্গ-সাহিত্য-পরিচয় । কপাট পড়িল সব ভরিয়া সহরে। ক্ষণেকেতে হাহাকার হইল নগরে ৷ অগ্নি-জল-জন্তে কেহ বাহিরে না যায়। অট্টালিকা পরে কেহ না চড়ে শঙ্কায় ॥ কোটালের ছোট ভাই আর চারি জন । অগ্নি রায় পূৰ্ব্বদ্বারে করিলে গমন ॥ হাজার সোয়ার সঙ্গে সোয়ার হইল। সহরে প্রধান দ্বারে আগলি বসিল ॥ ধূম রায় স্বম রায় জুম রায় আর । এই সাজে ফৌজে রুদ্ধ কৈল আর দ্বার ॥ চারি দ্বারে চারি ভাই চারি হাজার ঘোড়া । পাচ পাচ হাজার প্যাদা প্রতিদ্বারে খাড়া ॥ শালের মুড়াসা (১) বান্ধী পরি মিয়া নায়। থানে থানে দ্বারে দ্বারে ফিরে উল্কা রায় ॥ অযুত সোয়ার আর পদাতি বহুল। পাচ বাজনা বাজে সঙ্গে শুনিতে তুমুল ৷ কালা রায় নীল রায় তারা দুই ভাই। পাঁচ শত নৌকা সঙ্গে ফিরায় দোহাই ॥ দাড়ের জলকরে (২) চড়ি বায়ুবেগে ফিরে । দ্রোণীহ রাখিতে কেহ নাহি পারে নীরে ॥ হরকরা সবে প্রতি আড়ায় দিলে কাড়া । হাতে হাতে পথে পথে ডাক (৩) চকি খাড়া ॥ রাজপথ রুদ্ধ কৈল বাহিরে আসিয়া । কয়েদ করে নানা দেশিক (৪) ছিদ (৫) পাইয়া ॥ কার গলে দেখে যদি কুসুমের মাল। তথাপিএ লোক তার ততক্ষণেতে কাল ॥ (১) মোড়াসা = পাগড়ি। (২) মুসলমান জেলেদের ব্যবহার্য্য ডিঙ্গি বিশেষ। (৩) ডাক = এক জনের পর আর এক জন করিয়া শ্রেণীবদ্ধ ভাবে ংবাদ-বহনের জন্য লোক । (৪) নানা দেশিক =নানা দেশবাসীকে। (৫) ছিদ= ছিদ্র ।