পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৃষ্ণচন্দ্রীয় যুগ—জয়নারায়ণ সেন–জন্ম ১৮শ শতাব্দীর পূর্বাৰ্দ্ধ। ১৪৭৯ তেগা তলোয়ার ছয়েপ দেখে যার করে। তখনি অমনি নেয় ফাটকের ঘরে ॥ দিবা গেল এই মতে রাত্র উপনীত। উল্কা রায় করে লক্ষ উল্কা প্রজ্বলিত ॥ নিশি ভরি চকি (১) দিয়া আছিল আলোতে। সল্লা করে বসি মধু সিংহের সহিতে ॥ (২) প্রভাতে হুকুম কৈল লোক ডাকাইয়া। ঝাড়া লও নগরের হাওলি ঘিরিয়া ॥ যত মহাজন যত বঙ্কাল বাণিয়া । খোসবাসী আছে যত আটকাও আনিয়া ॥ করিব তজগিরা দেখি আপন নয়নে । গাড় ধরা কি মাল আছে কাহার ভবনে ॥ আজ্ঞা পাইয়া দশ দিকে ধায় আর চর। পাশ ছোট হাতে যেন যমের কিঙ্কর ॥ বুধু সাহা সাধু সাহা আদি শত ঘর। মণে মণে মাপে যারা সোণার মোহর ॥ (৩) দীনু দাস মনু দাস জবিয়ার সরদার। তরাযুতে করে যারা রত্ন-কারবার ॥ নিত্যব্ৰহ্ম রামদাস পোদ্দার প্রধান । চকেতে প্রধান যার শতেক দোকান ॥ ছর জীউ গর জীউ খোসবাসী যত । কাঠ ঘরে বেড় দিয়া বান্ধি আনে কত ॥ শ্রীরায়দয়াল নামে খাজাঞ্চী সরকারী। ঘেরে উল্কা রায় এ সকল পুরী ॥ লাখে লাথে পুরী আর ঘেরিয়া। বাড়ীর যাহারে পায় আনয়ে ধরিয়া ॥ (১) চকি=চৌকি = পাহার। (২) মধু সিংহের সহিত বসিয়া পরামর্শ (সল্লা) করিতে লাগিল। (৩) এই সকল বিবরণ হইতে বঙ্গীয় সাহা কুলের একসময়ের অর্থসম্পদের আভাস পাওয়া যায়। কবি-কল্পনা হইলেও এই সকল চিত্র তৎসময়ের সমাজ হইতে সঙ্কলিত হইয়াছিল।