পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X8b-c সাধু-কর্তৃক অপহৃত হাঁর প্রভৃতি ক্রয়। বঙ্গ-সাহিত্য-পরিচয় । কত নারী যুবতী কেশরী-মধ্য-ক্ষীণ । ব্যস্তে ধায় বুকে মুখে বসন-বিহীন ॥ উরু কুচ নিতম্ব ভরেতে হেলি পড়ে। ছিন্ন হার কঙ্কণ কেয়ুর ভূমে গড়ে ॥ ইতিমধ্যে ফলিবারে হরির মন্ত্রণ। যাতে পাবে ধনপতি অশেষ যন্ত্রণ ॥ (১) যে দিন রাত্রিতে চুরি রাজার মহলে। কাক-রবে চোর দ্রব্য বেচিবারে চলে ॥ উপনীত আসি সেই গলির শিরায় (২) । যে গলিতে ধনপতি কেরায় বসায় ॥ (৩) বাহির হইছে সাধু প্রভাত-ক্রিয়াতে । ধনীরাম মণিরাম ভাণ্ডারী সহিতে ॥ গামছা কাহার হাতে কার হাতে ধুতি। হেন কালে চোর-সঙ্গে হইল সংহতি ॥ ভূমেতে প্রণাম করি যোড় করি কর। চোর বোলে প্ৰভু মোর ভোজপুরে ঘর ॥ ছাড়িয়া আপন দেশ হৈয়া একেশ্বর। চিরকাল এই দেশে রহিছি চাকর ॥ মণিপতি নাম মহাসাধু এই দেশে। জানয়ে সকল লোক অশেষ বিশেষে ॥ অতি এতবারে (৪) মোরে পুত্রতুল্য চায়। সপ্তম বৎসর হৈল গিয়াছে সদায় ॥ না ফিরিল পুনৰ্ব্বার না পাইল সংবাদ। এই মনস্তাপে মোরা সকল বিষাদ ॥ লক্ষ্মীমতী পতিব্ৰতা তাহার ঘরণী । কাদিয়া করেন ক্ষেপ দিবস রজনী ॥ (১) ধনপতি সদাগর হরিকে (সত্যনারায়ণকে ) পূজা না করাতে, হরি রুষ্ট হইয়া তাহাকে কষ্টে ফেলিবেন এই চক্রান্ত করেন। (২) শিরায় = মাথায় । (৩) কেরায়l=ভাড়া। যে বাসা ভাড়া করিয়াছিল। এতবার = বিশ্বাস ( ফারসী শব্দ ) ।