পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>8b-8 সাধু ঘৃত। বঙ্গ-সাহিত্য-পরিচয় । গলে চমকিছে রাজ-যোগ্য হার অতি। দেখি দেহুরীতে (১) তারা আইল শীঘ্ৰগতি ॥ অল্প সিংহ মনু সিংহ পাঞ্জাবী হরকরা। সঙ্গে দশজন উল্কা রায়ের পহরা ॥ আপসে করিয়া যুক্তি অনু সিংহ ধাইল । মধু সিংহ কাণে যাইয়া সংবাদ বলিল । নিকট সহরে এক আসিছে তোজার (২)। শীঘ্ৰ লোক দেও তার পুরী ঘিরিবার ॥ শুনি উল্কা রায় কৈয়া ধাইল পায়দল । তীব্র-গতি সবে অতি ক্ষিতি টলমল ৷ অল্প সিংহ বলে মোর সঙ্গে মহাশয়। আগে চল লালু জমাদারের কায নয় ॥ দৌড়াদৌড়ি যাইয়া সবে অমনি ঘিরিল। হাঁর তলোয়ার সঙ্গে আমনি বান্ধিল ৷ গরুড়ের মুখে যেন পড়িল ভুজঙ্গ। ক্ষুধিত সাচান যেন দেখিল বিহঙ্গ ॥ মৃগশিশু পড়িলেক কেশরীর নখে । শফর ফাফর যেন মকরের মুখে ॥ মহাকোলাহল হৈল চোর পৈল ধরা। সাথি সব সনে আর সেই হার হরা (৩) ৷ দুজনাকে উল্কা রায় আপনে বান্ধিয়া । প্রচুর মারিয়া পুছে মছলন্দে বসিয়া ॥ শুন ওরে ডাকুরে কোঙ্গরা মালমস্ত। তোর লাগি দুই দিন এ সহর ব্যস্ত ॥ ওরে ফণি মণিহরা চোট্ট (৪) অগ্নি-গিলা (৫)। আর কেবা সার্থী তোর ত্বরা আনি মিলা ॥ নহে বান্ধি কুঞ্জরের পায়েতে এখন। গলি গলি ফিরি মজা জানিবি কেমন ॥ (১) দরজার নিকট । (২) তোজার = যে তেজীরতি ব্যবসায় করে। (৩) হর = অপহৃত । (৪) চোর। (৫) যে ব্যক্তি অগ্নি গিলিতে যায়।