পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৃষ্ণচন্দ্রীয় যুগ—জয়নারায়ণ সেন–জন্ম ১৮শ শতাব্দীর পূর্বাৰ্দ্ধ। ১৪৮৭ ঠনঠন বাজে ঘড়ি দেহরি-পরেতে। ধুন ধুন ধুন বাদ্য বাজে নহবতে ॥ দক্ষিণে বসিয়া বেদবেত্তা দ্বিজগণ । রাজনীতি কহে কহে ব্ৰহ্ম-নিরূপণ ॥ অদূরেতে দাড়াইয়া পাত্র অধোমুখে। চিত্রমূৰ্ত্তি-তুল্য যোড়-কর রাখি বুকে ॥ বামে সঙ্কুচিত (১) দিৰ্য বেশেতে কুমার। বৃদ্ধ মন্ত্রী সকল বসিয়া বামে তার ॥ অসি-চৰ্ম্ম-ধরা যুদ্ধে মত্ত ক্ষত্ৰিগণ । পংক্তি বান্ধি পৃষ্ঠদেশে করিছে আসন। সঙ্গী শরাসন শর সিংহাসন পরে। দুরে খাড়া ভৃত্যগণ অসি-চৰ্ম্ম-করে ॥ o সমুখে আরজবেগী স্তম্ভ সাথে মিসা। বার তিথি ঋতু যোগ শুনায় জ্যোতিষ ॥ খিলি দোলা পুষ্প-মাল্য স্বর্ণ-পাত্রে করি। জড়াও ডিবিতে কত দ্রব্য সারি সারি ॥ দুরেতে প্রণমে লোক বিবিধ বিধান। নকিবে ডাকিছে সাবধান সাবধান ॥ আসা তুল যুথে যুথে খাড়া আঙ্গিনায়। দ্রুত দ্রুত আসি নানা সংবাদ জানায় ॥ হস্তী রথ অশ্ব-অাদি চতুরঙ্গ দল। নিয়ত স্থানে স্থানে রাখিছে সকল ॥ তুষ্ট হয়ে কার তরে করিছে প্রসাদ। কষ্ট মনে কার তরে ফলিছে প্রমাদ ॥ মহাঠাটে সভা-মধ্যে বসি মহাবীর। প্রতাপেতে দশানন পুণ্যে যুধিষ্ঠির ॥ এতেক সম্ভারে রক্তবদনে বসিয়া । নতশিরে জলে চোর ভাবিয়া ভাবিয়া ॥ হেন চোর নিয়া সমুখে কোটাল। কাপে ভয়ে অৰ্দ্ধমৃত হইল কি জঞ্জাল ॥ (১) সঙ্কুচিত = পিতার নিকট সন্ত্ৰমযুক্ত বিনয়ের সহিত উপবিষ্ট।