পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ੋਸ਼ যুগ—জয়নারায়ণ সেন–জন্ম ১৮শ শতাব্দীর পূর্বাৰ্দ্ধ। ১৫০৩ নায় নহে জল-বিন্দু (১) আর্দ্র নহে বাস। সে নৌকার লোকের হৃদয়ে নাহি ত্ৰাস ॥ উদিত হইল চন্দ্রভান জলাকাশে। উৰ্দ্ধ হতে দেখি কুমুদিনী পরকাশে ॥ কি কহিবে ধীর সবে বলিবে অত্যুক্তি । না মানিবে নৈয়ায়িকে না থাকিলে যুক্তি ॥ (২) বিনা দেবামুরের মন্থনে পরস্পর । সমুদ্রের মধ্য হৈতে উঠি সুধাকর ॥ বিপরীত উপমাতে কে করে বিশ্বাস । জলে চন্দ্র দেখি উৰ্দ্ধে নলিনী-উল্লাস ॥ নব নব সব দ্রব্য জগতে বাথান। কত গুণে জন্মিল নবীন চন্দ্রভান ॥ সে শশাঙ্কে কলঙ্কী এ কলঙ্ক-রহিত । তাথে মৃত পদ্মিনী এহাতে পুলকিত ॥ (৩) তাহাতে তাপিনী বিরহিণী ইথে তুষ্ট। (৪) গরল-সহ জনমিয়া কত হইল কষ্ট ॥ (৫) দেবাসুরে দ্বন্দ্ব তাথে ইথে দ্বন্দ্বহীন। (৬) সব গুণ ঢাকা তার হৃদয়ে মলিন ॥ (৭) (১) এক বিন্দু জলও নৌকা মধ্যে রহিল না। (২) চন্দ্র নীচে এবং কুমুদিনী উদ্ধে ইহা ধীরগণ অত্যুক্তি বলিবেন, এবং যোগ্য প্রমাণ না পাইলে প্রকৃতির এই বিপৰ্য্যয় নৈয়ায়িকগণ মানিবেন না। (৩) পুরাতন চন্দ্রের উদয়ে পদ্মিনী মৃত হয়, কিন্তু এই নূতন চন্দ্রের (চন্দ্রভানের ) উদয়ে পদ্মিনী ( পদ্মিনী-লক্ষণযুক্ত রমণী ) পুলকিত হয়। (৪) পুরাতন চন্দ্রের উদয়ে বিরহিণী তাপিত হয়, আর এই নূতন চন্দ্রের উদয়ে বিরহিণী তুষ্ট । (৫) পুরাতন চন্দ্র সমুদ্ৰ-মন্থনে জন্মিয়াছিল, তখন সেই সঙ্গে গরলও উৎপন্ন হইয়াছিল, তাহাতে কত কষ্ট হইয়াছিল। (৬) পুরাতন চন্দ্রের উৎপত্তি-কালে দেবাম্বরের কলহ হইয়াছিল, কিন্তু এই চন্দ্রের উদয়ে কোন কলহ হয় নাই। (৭) পুরাতন চন্দ্র নানা গুণের আকর হইয়াও তাহার হৃদয়ে কলঙ্ক থাকায় সব গুণ ঢাকা পড়িয়াছে।