পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ు( రి 8 বঙ্গ-সাহিত্য-পরিচয় । একযোগে দিবাকর নিশাকর দেখি । পদ্মিনী হাসিল ইন্দীবর মেলে আখি ॥ ফুটিলেক রবি শশী দেখি একত্তর। নয়নেতে ইন্দীবর বদনে পুষ্কর (?) ॥ জীত পতি দেখি অতি যোষিৎ তোষিত । কবি বলে কিছু দান করিতে উচিত ॥ শুনি মাত্র রসবতী ঈষৎ হাসিয়া । তখনি সারিলে সব চাতুরী করিয়া ॥ নিজ-কান্ত পাইয়া কান্ত সাম্ভাইলা মন । নিজ-অঙ্গে দান করে বসন-ভূষণ ॥ শিরে উরে অম্বর দিলেক অবিলম্বে । জঘনে নিতম্বে আর উরু জিত-রম্ভে ॥ করেতে কঙ্কণ-দান কৰ্ণেতে কুণ্ডল। নাসাতে বেসর-দান লোচনে কাজল ॥ সত্যনারায়ণ-পূজা। শুনি ধনেশ (১) বাক্যেতে অমাত্য সৰ্ব্ব ধাইয়া। করে বিধান পূজনে বিবিধ বস্তু আনিয়া ॥ করি রুচির মণ্ডপে বিতান চন্দ্রমা নিভে । স্বরত্ন তোয় সকলি সুমঙ্গলে দিনে শোভে ॥ চিনি পেয় আট সোয়া সোয়া মণ মতে আনি। সপাদাধিক শত কলা প্রতিভোগে দিয়া গণি ॥ প্রচুর শ্বেতমাল্য পুষ্প গন্ধ কন্ধরে করি । আনে কুমুদ পঙ্কজে সুবর্ণ-ভাজনে ভরি। আনে অশোক মল্লিকা কদম্ব জাতী যুথিকা । বকুল মালতী অতি পলাশ কৃষ্ণ-কলিকা ৷ আনে অগুরু কুস্কুমে সুগন্ধ শ্বেত চন্দনে । আনে কেশর কস্ত রী স্মরি হরির চরণে ॥ সুবৰ্ণ-রত্ন-নিৰ্ম্মিত বহুবিধান ভূষণে । সুপীত বাস বিস্তরে দিয়া সুবর্ণ-আসনে ॥ (১) ধনপতি সদাগর।