পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৃষ্ণচন্দ্রীয় যুগ—জয়নারায়ণ সেন–জন্ম ১৮শ শতাব্দীর পূর্বাৰ্দ্ধ। ১৫০৫ ওড়ে বিচিত্র কেতনে সুচিন-বাস নিৰ্ম্মিতে। আনি পুরোহিতে বরি (১) নিযৌজে (২) নাথ পুজিতে ॥ পূজে পুরোহিতে ভাবি সুরক্ত পাদ-পঙ্কজে। নিমগ্ন ভক্তি-সাগরে করি মন-মতঙ্গজে ৷ রবাব তাম্বুরা বীণা মোরচঙ্গ মেল মন্দিরা। স্থতান গান রাখি ডাকিয়া নাথ ইন্দির (৩) ॥ বসিয়া আসনে পূরি সমীরণে নাসা-দ্বারে। মনে মনে পুরোহিতে ভাবি রূপ মনোহরে ॥ দ্বিভূজ মুরলী করে নবীন নীরদাবলী। সমানরূপ রূপেতে স্থপীঠপট বিজলী ॥ (৪) ঈষৎ প্রফুল্ল পঙ্কজে বিনিন্দ রক্তমণ্ডলে। স্বহস্তে লাস্ত বত্ত্বে তে স্থগণ্ড-মণ্ডী কুণ্ডলে (৫) { স্বশ্বেত বেশ-ভূষণে পূজে ভাবি মনে । তড়িত যেন নবঘনে শোভিছে শ্ৰীমতী-সনে ॥ পূজা করে পুরোহিতে ধনপতি আসি তথা । নাচি নাচি করে স্তুতি ভূমিতে রাখি মাথা ॥ ভ্ৰমি ভ্ৰমি চতুৰ্দ্ধারে ভূমে গড়াগড়ি দিয়া । সজল নয়নে কান্দে গলে বসন বান্ধিয়া ॥ হরে হরে হরে হের দয়াল দীন দাসেতে। প্রার্থন । মরি মরি বাচি আছি দয়াতে সৰ্ব্বনাশেতে ॥ তুমি জগৎপতি ক্ষিতিপতি রাধাপতি রমাপতি । দিবাপতি নিশাপতি থগপতি পতি গতি ॥ করো করো করো কৃপা কাতর কীট-কিঙ্করে। ধরে ধরে ধরে হাতে ভবাণবে ভয়ঙ্করে ॥ অশেষ পাপ অর্জিয়া ভুলি তব পদ মদে। মাতিয়া হইয়াছি অন্ধ পড়িছি এ ভব-হ্রদে ॥ তার তার তার যদি তরি তবে এ সাগরে । যমে জিনি জয়ী হই ভাবি গোকুল-নাগরে ৷ (১) বরি =বরণ করিয়া। (২) নিযোজে=নিযুক্ত করে। (৩) নাথ ইন্দির = ইন্দির-নাথ=বিষ্ণু । (৪) নবীন নীরদের তুল্য রূপ, পৃষ্ঠদেশে পট্টবাস বিদ্যুতের মত। (৫) সুন্দর গণ্ডকে মণ্ডিত করিতেছে যে কুণ্ডল। ుbrసె