রামপ্রসাদ সেন সম্বন্ধে বিস্তৃত বিবরণ বঙ্গভাষ৷ ৫৮৮-৫৯৬ পৃষ্ঠায় দ্রষ্টব্য।
( , ) ললাট ফলকে অলকা ঝলকে নাসা-নোলকে বেসরে মণি । মরি হেরি একি রূপ দেখ দেখ ভূপ (১)
সুধারস-কূপ বদনখানি। শ্মশানে বাস অট্টহাস
কেশপাশ-কাদম্বিনী ।
বাম সমরে বরদা অস্কর-দরদ
নিকটে প্রমোদ (২) প্রমাদ গণি ॥ কহিছে প্রসাদ না কর বিবাদ
পড়িল প্রমাদ স্বরূপে গণি (৩) । সমরে হবে না জয়ী রে (৪) ব্ৰহ্মময়ী রে
করুণাময়ীরে বল জননী ॥
( & ) ঢলিয়ে ঢলিয়ে কে আসে গলিত চিকুর আসব-আবেশে ।
রামপ্রসাদী গান।
বামা রণে দ্রুতগতি চলে দলে দানব-দলে
ধরি করতলে গজ গরাসে ॥
কে রে কালীর শরীরে রুধির শোভিছে
কালিন্দীর জলে কিংশুক ভাসে।
কে রে নীল কমল শ্ৰীমুখ-মণ্ডল
অৰ্দ্ধচন্দ্র ভালে প্রকাশে ॥
(b) (*) (9) (8)
দৈত্যরাজকে সম্বোধন করিয়া উক্ত হইতেছে। যোগিনীগণ ।
স্বরূপে গণি = স্বীয় শক্তি পৰ্য্যালোচনা করিয়া । সমরে হবে না জয়ী=ইহার সঙ্গে বিরোধ করিয়া জয়ী হইবার
ইচ্ছা ত্যাগ কর ।
ও সাহিত্যের
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫৭৬
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
