পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গ-সাহিত্য-পরিচয় । খণ্ড খণ্ড করে রথ গজ হয় জয় জয় ডাকিছে সঙ্গিনী ॥ কেরে উদ্ধতর ভূধর হেরি হেরি পয়োধর করিকুম্ভ ভয়ে বিদরে অপরূপ কিএ আর চণ্ড-মুণ্ড-হর সুন্দরী সুন্দর পরে প্রফুল্ল বদনে রদন ঝলকে । মৃদু হাস্ত প্রকাগু দামিনী নলকে রবি অনল শশী ত্রিনয়ন পলকে দম্ভে কম্পে সঘনে ধরণী ৷ ( & ) কে হর-হৃদি বিহরে । তন্তু রুচির সজল-ঘন-নিন্দিত চরণে উদিত বিধু নখরে। নীল কমল-দল শ্ৰীমুখ-মণ্ডল শ্রম-জল শোভে শরীরে । মরকত-মুকুরে মঞ্জু মুকুতা-ফল রচিত কিবা শোভা মরি মরি রে ॥ গলিত-চিকুর-ঘটা নবজলধর-ছটা ব্যাপল দশদিশি তিমিরে। গুরুতর পদ-ভর কমঠ ভুজগবর কাতর মূৰ্ছিত মহী রে । ঘোর বিষয়ে মজি কালীপদ না ভজি সুধা ত্যজিয়া বিষপান করিরে। ভণে শ্ৰীকবিরঞ্জন দৈব বিড়ম্বন বিফলে মানব-দেহ ধরি ॥ >Q>b নব-নীলনীরদ তনুরুচি কে । ঐ মনোমোহিনী রে । তিমির শশধর বাল দিনকর-সমান চরণে প্রকাশ কোটিচন্দ্র ঝলকত শ্ৰীমুখ-মণ্ডল নিন্দি সুধামৃত ভাষ। অবতংস সে শ্রবণে কিশোর বিধি-অরি (১) গলিত কুন্তল-পাশ ॥ (১) বিধি-অরি =দৈত্য, যাহারা স্বষ্টি নাশ করে, কিশোর বিধিঅরি=দৈত্যশিশু।