প্রাচীন সঙ্গীত–রামপ্রসাদ–১৭১৮-১৮০৪ খৃঃ । >(Sసి
গলে সুন্দর বরণ স্বহার লম্বিত সতত সঘনে নিশ্বাস । বামার বাম কর-পর খড়গ নর-শির সব্যে পূর্ণাভিলাষ। শশিকল ভালে বিরাজে মহাকালে
ঘোর ঘন ঘন হাস ॥ ভণে শ্ৰীকবিরঞ্জনে বাঞ্ছা করেছি মনে
করুণাবলোকনে কলুষচয় কর নাশ ।
তব নাম বদনে যে প্রকাশে সে জনে
এ ভবে এ কথা আভাষ ৷
( > 0 )
বামা ও কে এলোকেশে । সঙ্গিনী রঙ্গিণী ভৈরবী যোগিনী রণে প্রবেশে অতি দ্বেষে ॥ কি মুখে হাসিছে লাজ নাহি বাসিছে নাচিছে মহেশ-উরসে । ঘোর রণে মগন হয়েছে নগনা পিবতি সুধা কি আবেশে ॥ ঢলিয়া ঢলিয়া যাইছে চলিয়া ধররে বলিয়া ঘন হাসে । কাহার নারীরে চিনিতে নারি রে মোহিত করেছে ছিন্ন বেশে ॥
কারে আর ভজ রে ও পদে মজ রে রূপে আলো করিছে দিক্ দশে । কি করি রণে রে হয়েছে মনে রে প্রসাদ ভণে রে চল কৈলাসে ॥
( >> )
ওকে ইন্দাবর নিন্দি কান্তি বিগলিত বেশ বসন-বিহীন কেরে সমরে । মদন-মথন-উরসি (১) রূপসী হাসি হাসি বামা বিহরে।
(১) মদন-মথন-উরসি=মদনকে মথন অর্থাৎ দলিত করিয়াছেন যিনি তাহার বক্ষে (উরসি )= শিবের বক্ষঃস্থলে ।
> సి "
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫৮৩
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
