পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

}(tులి: বঙ্গ-সাহিত্য-পরিচয় । রেখে রেখে সে নাম সদা যতনে। নিও রে নিও রে নাম শয়নে স্বপনে ॥ সচেতনে থেকে ( মন রে আমার) কালী বলে ডেকে এ দেহ ত্যজিবে যবে ॥ (১) ( × ) মা আমায় ঘুরাবে কত। কলুর চোখ-ঢাকা বলদের মত ॥ ভবের গাছে যুড়ে দিয়ে মা পাক দিতেছ অবিরত। তুমি কি দোষে করিলে আমায় ছটা কলুর অনুগত ॥ মা শব্দ মমতাযুত কাদলে কোলে করে স্থত। দেখি ব্ৰহ্মাণ্ডেরই এই রীতি মা আমি কি ছাড়া জগত ॥ দুর্গ দুর্গ দুর্গ বলে তরে গেল পাপী কত। এক বার খুলে দে মা চোখের ঠুলি দেখি শ্ৰীপদ (২) মনের মত ॥ ( ১৬ ) আর কায কি আমার কাশী । মায়ের পদতলে পড়ে আছে গয়া গঙ্গা বারাণসী ৷ হৃৎকমলে ধ্যান-কালে আনন্দ-সাগরে ভাসি। ও রে কালীর পদ কোকনদ তীর্থ রাশি রাশি ॥ কালী নামে পাপ কোথা মাথা নাই তার মাথা ব্যথা ওরে অনলে দাহন যথা হয় রে তুল-রাশি। গয়ায় করে পিণ্ডদান বলে পিতৃঋণে পাবে ত্রাণ ওরে যে করে কালীর ধ্যান তার গয়া শুনে হাসি ॥ কাশীতে মলেই মুক্তি এ বটে শিবের উক্তি ওরে সকলের মূল ভক্তি মুক্তি তার দাসী ৷ (১) এই গান হরু ঠাকুর একটু পরিবর্তন করিয়া হরির উদ্দেশে আরোপন করিয়াছেন। (২) অভয় পদ, পাঠান্তর।