পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

INව8 বঙ্গ-সাহিত্য-পরিচয় । মা খেলবি বলে ফাকি দিয়ে নাবালি (১) ভূতলে এবার যে খেলা খেলালি মাগো আশা না পূরিলে ৷ রামপ্রসাদ বলে ভবের খেলায় যা হবার তাই হলো এখন সন্ধ্যা বেলায় কোলের ছেলে ঘরে নিয়ে চলো ॥ ( २० ) এবার বাজি ভোর হলো। মন কি খেলা খেলাবে বল ॥ শতরঞ্চ প্রধান পঞ্চ পঞ্চে অামায় দাগ দিল । এবার বড়ের ঘর করে ভর মন্ত্রীটী বিপাকে মলো ॥ দুটা অশ্ব ফুট গজ ঘরে বসে কাল কাটাল। তারা চলতে পারে সকল ঘরে তবে কেনে অচল হলো ॥ দুখান তরী নিমক ভরি বাদাম তুলি না চলিল । ওরে এমন সুবাতাস পেয়ে ঘাটের তরী ঘাটে রলে ৷ শ্রীরামপ্রসাদ বলে মোর কপালে এই কি ছিল। ওরে অতঃপরে কোণের ঘরে পীলের কিস্তে মাৎ হইল ॥ ( २> ) তুমি এ ভাল করেছ মা আমারে বিষয় দিলে না। এমন ঐহিক সম্পদ কিছু আমারে দিলে না । কিছু দিলে না পেলে না, দিবে না পাবে না, তায় বা ক্ষতি কি মোর হোক দিনে দিনে বাজী তাতেও আছি রাজী এ বার এবাজি ভোর গো ॥ ( २२ ) * এ মা দিতিস দিতাম নিতাম খেতাম মজুরি করিয়ে তোর। এবার মজুরি হলো না মজুরী চাব কি কি জোরে করিব জোর গো ॥ আছ তুমি কোথা আমি কোথা মিছামিছি করি সোর । (5) নাবালি=নামাই। আনিলি ।