১৫88
বঙ্গ-সাহিত্য-পরিচয় ।
( ১৯ ) হেরিতে হেরিতে পথ কাতর আখি। সেই) একবার এই হয় চারিদিকে দেখি ॥
কবে হবে সে সুদিন, মন পূরে পাব মন, (১) আশা নিষেধ না মানে ইহাতে অসুখী । (২)
( २० ) কত ভালবাসি তারে সই কেমনে বুঝাব। দরশনে পুলকিত মম অঙ্গ সব ॥ যত ক্ষণ নাহি দেখি, রোদন করয়ে আঁখি, দেখিলে কি নিধি পাই কোথায় রাখিব ।
( २> ) পূজিব পারিতি প্রেম-প্রতিমা করে নিৰ্ম্মাণ। অলঙ্কার দিব তাহে যত আছে অপমান (৩) ৷ যৌবনে সাজায়ে ডালি, কলঙ্ক পুরি অঞ্জলি, বিচ্ছেদ তায় দিব বলি, দক্ষিণা করিব এ প্রাণ ॥
( २२ )
আমার নয়ন লয়ে হেরে যদি তারে ।
মমাধিক সুখী হতে অবশু সে পারে।
সবে বলে নহে ভাল সেই সে আমার ভাল
সে মুখ হেরিলে দুঃখ যায় দূরে ৷
( ২৩ ) এত ভালবাসা রে প্রাণ ভুলেছ কি একেবারে।
বোঝা গেল রীতি তব বিশেষ প্রকারে । এত যে বাসিতে ভাল, ভালবাসা জানা গেল, পেতেছিলে মায়াজাল অবলা বধিবার তরে ॥
(১) মন ভরিয়া মন পাইব,—অর্থাৎ আমার মন তোমার সমগ্র
মনের ভালবাসা পাইবে ।
(২) আশার শেষ নাই, তাহ অপরিমিত, এইজন্যই আমি অমুখী। (৩) অপমান = লোক-অপবাদ ।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫৯৮
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
