পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

రి సి বঙ্গ-সাহিত্য-পরিচয় । বিদ্যাপতি কহ শুন ধনি রাই । রোয়সি কাহে (১) কহ ভল সমুঝাই। করতল-বদন-নয়ন চর নীর। ন চেতএ সভরণ (২) কুন্তল চীর । (৩) তুআ পথ হেরি হেরি চিত নহি থির । সুমরি (৪) পূরব নেহা (৫) দগধ শরীর ॥ কতে পরি মাধব সাধব মান । বিরহি যুবতী মাগ দরশন দান। জল-মধে কমল গগন-মধে স্থর (৬)। আঁতর চীন কুমুদ কত দূর ॥ (৭) গগন গরজ মেঘ শিখর ময়ূর। (৮) কতজন জানসি নেহ কত দূর ॥ ভণই বিদ্যাপতি বিপরীত মান। রাধা-বচন লজাএল কণন ॥ আছলো হম অতি মানিনী হোই। ভাঙ্গল নাগর নাগরী হোই ॥ কি কহব রে সখি আজুক রঙ্গ। কান আওল তঁহি দূতীক-সঙ্গ ৷ বেণী বনাই চাচর-কেশে । নাগর-শেখর নাগরী-বেশে ॥ পহিরল হার উরোজ করি উরে। চরণহি লেল রতন-নূপূরে ৷ পহিলহি চলইতে বামপদ-ঘাত । (৯) নাচত রতিপতি ফুল-ধনু হাত ॥ (১) কাহে =কেন ; রোয়সি = রুদসি । কেন কাদিতেছ ? (২) আভরণ । করে না । (৬) স্থৰ্য্য। (৩) নিজের ভূষণ, কেশ এবং বস্ত্র সম্বরণ (৪) স্মরণ করিয়া । (৫) পূৰ্ব্বস্নেহ । (৭) চন্দ্র ও কুমুদ কত দূর অন্তর (অর্ণতর) । (৮) মেঘ গগনে গর্জন করে এবং ময়ুর পর্বত-শিখরে থাকে ; এত দূরে থাকিয়া ও ইহারা পরস্পরের প্রতি প্রণয়াবদ্ধ। (৯) কানু স্ত্রীলোক সাজিয়াছেন, সুতরাং স্ত্রীলোকের মত প্রথম বাম পদ-বিক্ষেপ করিয়া চলিলেন।