পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৬০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৫৫২
বঙ্গ-সাহিত্য-পরিচয়।

চিন্তা নাই চিন্তামণির বিরহ
ঘুচিল এত দিনের পর।
অন্তর জুড়াও গো কিশোরি
হেরে অন্তরে বাঁকা বংশীধর॥
যে শ্যাম-বিরহেতে ছিলে কাতরা নিরন্তর।
সেই চিকণ কাল হৃদে উদয় হল
এখন সুশীতল কর গো অন্তর॥
যদি অন্তরে অকস্মাৎ উদয় হল রাধানাথ
আছে এর চেয়ে বল কি আর সুমঙ্গল।
বুঝি নিব্‌লো রাধে তোমার অন্তরের কৃষ্ণ-বিরহ-অনল॥


হরু ঠাকুরের গান।

জন্ম ১৭৩৮ ও মৃত্যু ১৮১৩ খৃষ্টাব্দে।

 ইঁহার সম্বন্ধে বিশেষ বিবরণ History of Bengali Language and Literature পুস্তকের ৭০৪-৭০৫ পৃষ্ঠায় দ্রষ্টব্য।

মহড়া।

ওগো চিনেছি চিনেছি চরণ দেখে
ঐ বটে সেই কালিয়ে।
চরণে চাঁদ-ছাঁদ আছে দীপ্ত হয়ে॥
যে চরণ ভ’জে ব্রজেতে আমায়
ডাকে কলঙ্কিনী বলিয়ে॥

চিতেন।

ভুবনমোহন না দেখি এমন ঐ বই[১]
রূপ কি অপরূপ রস-কূপ আমরি সই॥
কুলে শীলে কালি দিয়াছি আমি
কালো রূপ নয়নে হেরিয়ে॥

  1. উহাকে বিনা।