পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৬১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৫৫৬
বঙ্গ-সাহিত্য-পরিচয়।



অন্তরা।

আগে যদি প্রাণ-সখি জানতেম্‌।
শ্যামের পীরিত গরল মিশ্রিত
কারো মুখে যদি শুনতেম্‌॥
কুলবতী বালা হইয়া সরলা
তবে কি ও বিষ ভখিতেম্‌॥

চিতেন।

যখন মদনমোহন আসি।
রাধা রাধা বলে বাজাত বাঁশী॥
যদি মন তায় না দিতেম্‌।
সই আমিও চাতুরী করিয়া সে হরি
আপন-বশেতে রাখ্‌তেম্‌॥

অন্তরা।

হইয়ে মানিনী যতেক গোপিনী
বিরহ-জ্বালাতে জ্বলিতেম্‌।
সই শরজাল-সম সে বঙ্ক-নয়ন
জানিলে কি তায় এ কোমল প্রাণ
সমর্পণ করিতেম্‌॥

চিতেন।

আগে গুরুজন বুঝালে যখন
তা যদি গ্রহণ করিতেম্‌।
রিপুগণ বশে রহিত অনাসে
মনের হরিষে থাকিতেম্‌॥

মহড়া।

ইহাই কি তোমারি মনে ছিল হরি
ব্রজ-কুল-নারী বধিলে।
বল না কি বাদ সাধিলে॥
নবীন পীরিত না হইতে নাথ
অঙ্কুরে আঘাত করিলে॥