পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৬১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচীন সঙ্গীত—কবির গান—যজ্ঞেশ্বরী—২০শ শতাব্দীর পূর্বাদ্ধ। ১৫৬৩ এই ভিক্ষা করি পিকবর, করিসনে ধ্বনি আর, প্রাণ রাখ শ্রীরাধার, দুঃখিনীর কথা রক্ষা কর, কোকিল দেখিলে ত স্বচক্ষে মরণের অপিক্ষে (১) আর নাই হয়ে রয়েছি জীবন্মত গোপী-সকলে। যজ্ঞেশ্বরী ( স্ত্রী-কবি ) । কৰ্ম্ম-ক্রমে আশ্রমে সখা হলে যদি অধিষ্ঠান। হেরে মুখ, গেল দুঃখ, দুটো কথার কথা বলি প্রাণ ॥ আমায় বন্দী করে প্রেমে, এখন ক্ষান্ত হলে হে ক্রমে ক্রমে, দিয়ে জলাঞ্জলি এ আশ্রমে, আমি কুলবতী নারী, পতি বই আর জানিনে, এখন অধীনী বলিয়ে ফিরে নাহি চাও। তোমার মন হ’ল বার রাগে, গেল জন্মট ঐ পোড়া রোগে, আমার সঙ্গে দেখা দৈব-যোগে, কথা কহিছ আমার সনে, মন রয়েছে সেখানে, প্রাণ-মনে কর সখা পাখা হলে উড়ে যাও ॥ অনেক দিনের পরে সখা তোমারে দেখতে পেলাম চোখেতে । ভাল বল দেখি তোমার সখার সংবাদ ভালত আছেন প্রাণেতে ॥ ভাল মুখে থাকুন তিনি তাতে ক্ষতি নাই, আমায় ফেলে গেলেন কেন শাখের করাতে ॥ (১) প্রতীক্ষা।