পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৬২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>Qやbー বঙ্গ-সাহিত্য-পরিচয় । , দিবসে শ্ৰীকৃষ্ণ-রূপ মনে ভাবিয়ে নিশিতে নিকুঞ্জে ছিলাম নিদ্রিত হয়ে, আমি দেখিলাম ওগো সখি মৃদু সহাস্য-বদন রমণী-রঞ্জন কাল-বরণ বাকা-আখি, যুগল করে কর ধরি বলে—প্যারি কেমন আছ বল বল। কি ছলে শুাম ছলিতে এল— বলে—উঠ গো রাই চন্দ্ৰমুখি তোমার হেমাঙ্গে প্রিয়ে শু্যামাঙ্গ দিয়ে একাঙ্গ হয়ে থাকি । করে আমার নিদ্রাভঙ্গ দিয়ে ভঙ্গ ত্রিভঙ্গ অদেখা হলো ॥ কুসুম-শয্যা করে শ্ৰীমন্দিরে আমি করেছি শয়ন, ইতিমধ্যে শু্যাম-সুন্দর যেন দিল দরশন। মস্তকে মোহন চুড়া রয়েছে হেলে। বনমালা গুঞ্জমালা দুলিছে গলে । বঁধুর অধরে মধুর হাসি, করে মুরলী লয়ে ত্রিভঙ্গ হয়ে দাড়াল সম্মুখে আসি। মনে হলো হেন কুঞ্জে যেন কোটি চন্দ্র প্রকাশিল ॥ সখি ব্ৰজপুরী পরিহরি গেছে যেই সে মাধব শুনি নাই আর সেই হতে বঁধুর শ্ৰীমুখের রব। আজ এ কি দেখি সখি অঘট ঘটন। স্বপনে গ্রাম কহে—প্যারি অাছ হে কেমন । আমার ধরে সই যুগল-পদে। বলে—হয়েছি দোষী বিনয়ে তুষি অপরাধ ক্ষম ঐরাধে ॥