পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৬৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮌ©Ꮔb> বঙ্গ-সাহিত্য-পরিচয় । আমি শুনেছি ইতিহাসে, বল্পে পর শক্র হাসে, যখন যায় বিধাতার রোষে, সময়-দোষে, কি দৈব-দোষে, বল্লেম আভাসে, লোকেতে ভাষে, যেমন মৃত্তিকার ময়ূর হার খায় কৌশলে । ( R ) মনোহরসাহী । নুপুর শোনরে শোন, বিনে স্বজন, সুজনের বেদন জানে না । অবোধ যদি উচ্চ ভাষে, সুবোধ বুঝায় মৃদু ভাষে, ভাষের আভাসে ভাসে, কভু ডুবেনা। বড়র বড় দায়, তাতে কি বড়ত্ব যায়, পেলে একদিন বড়ই পায়, বড় ঝড় বড় গাছ বই লাগে না । যদি বেণীর কবরী হতো, সরমে মরে যেতো, নির্লজ্জায় থাক নারীর পায়, বাশীর হাসি পায়, শুনে মোদের কান্না পায়, মনোদুঃখ আর কব কায়, যে দিন ভাঙ্গবি পায়, ছাড়বি কুমন্ত্রণ ॥ ( & ) মনোহরসাহী । যার বরণ কাল, স্বভাব কুটিল, অন্তর কি কাল তার। কাল ভালবেসে ভাল বল কোন কালে হয়েছে কার ॥ না বুঝিয়ে ভজে কাল, দুঃখে মজে গেল কাল, কাল ভালবেসে হল আসন্ন কাল গোপিকার ॥ এক কালে কথা বলি, ছিল বামন মহছিলী, তারে ভালবেসে বলি উপকারে অপকার ॥ ভুঞ্জিয়া বলির বলি, ত্রিপাদ-ভূমি-ছলে ছলি, হরিয়ে বলির বলি পাতালে দিলে আগার।