পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৬৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচীন সঙ্গীত—কৃষ্ণকমল গোস্বামী—জন্ম ১৮১০ খৃঃ। )(tN) কলির জীবের সাধন, প্রেম-প্রসাধন, হরিনাম ধন ক’রব বিতরণ। —( জীবের ঘরে ঘরে )– —( শ্রীচৈতন্য-অবতারে )– রাধিকা। প্রাণনাথ! স্বপ্নে দৃষ্ট তোমার সেই অপরূপ গৌররূপ দেখবার জন্তে আমার মনে অতিশয় ইচ্ছা হ’য়েছে। কৃষ্ণ । প্রিয়তমে ! তুমি কি নিতান্তই সে রূপ দেখবে? তবে আমার এই বক্ষঃস্থ কৌস্তুভে দৃষ্টিপাত কর। ( রাধিকার কৌস্তুভে দৃষ্টিক্ষেপ ও গৌরদর্শন। ) নবদ্বীপ-দৃশ্য। (নগরপথে সংকীৰ্ত্তন ) গৌর-সগণ। সেই মোহন বেশে একবার দেও দেখা মদনমোহন, বংশীবদন, হরে, কংসারে মুরারে! কোথা রাধে ! শ্রীরাধে ! জয় রাধে ! সৰ্ব্বারাধ্যে, আদ্যে, সাধ্যে, পরে ! একবার দেখা দেও হৃদ-মাঝারে । নিত্যানন্দাদি ভক্তগণ – বাজে ধিক্ তান্‌ ধিক্ তান তান । —(গৌরসংকীৰ্ত্তনে মৃদঙ্গ বাজে )– বাজে, বিগতি ধিগতি ধিগতি তাম্। বাজে, ধিক্ কোটি-কোটি, ধিক্ কোটি-কোটি, কোটি কোটি কোটি ধিক্ তাম্। বলে, ধিক্ কান্‌ ধিক্ কান্‌ ধিক্ কান্‌ ! যারা না ভজিল গৌরচন্দ্র, না বুঝিল রাধাপ্তাম ; যারা মজিল বিষয়কুপে, না করিল হরিনাম। বলরে, হরিবোল হরিবোল হরিবোল ; বলরে, হরে কৃষ্ণ, হরে রাম হরে। ( দৃশু অন্তৰ্হিত )