পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৬৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬১২ বঙ্গ-সাহিত্য-পরিচয় । হায় গো ! অতুল রাতুল কিবা চরণ দুখানি ; —( চরণ কমল হ’তেও সুকোমল গো )– আলতা পরাত বঁধু কতই বাখানি ! হায় গো ! এ কোমল চরণে যখন চলিত হাটিয়ে ; —(বধুর দরশন লাগি গো,—অনুরাগে )– হেন বাঞ্ছা হ’ত তখন পাতিয়ে দি’ হিয়ে । 棗 豪 - 豪 粥 豪 豪 চন্দ্র। ওগো রাধে চন্দ্রাননে আনতে নব-ঘন-শুামে যাই তবে মথুরা-ধামে। রাগিণী—বেলড়, তাল—খয়রা। তবে যাই রাই যাই মথুরা-নগরে, আনতে তোমার বিনোদ-নাগরে। যেয়ে নগরে নগরে, প্রতি ঘরে ঘরে, দেখব অন্বেষণ ক’রে ॥ যেখানেতে পা’ব, লম্পট মাধব, রাধে যেয়ে এনে যে দিব, - আমি চললাম এ প্রতিজ্ঞা ক’রে । তবে তোর আর ভাবনা কিসে, রাধে ! প্রেমময়ি! ভাবনা কি ? সে– —ব’সে আছে তোর চরণ ধ’রে ॥ একবার হেসে কথা কও গো রাই ! অনেক দিন তোর শশিমুখের হাসি দেখি নাই ; বলি বলি, যাত্রাকালে,— তোর হাসি-বদনখানি দেখে যাই পুরে ॥ - তবে যাই রাই যাই— রাধিকা। (ঈষৎ হান্তমুখে) তবে এখন যাও চন্দ্ৰে ! চন্দ্রা । তবে চ'ল্লাম । (প্রস্থান ও পুনঃ প্রবেশ) রাধিক । চন্দ্ৰে ! ফিরে এলে কেন ? চন্দ্রা। রাই, ফিরবার কারণ আছে। —একটি কথা মনে প’ল, তাতে ফিরে আসতে হ’ল ; দিয়েছিল দাস-খত, স্বহস্তের দস্তখত, আছে ত রাই হস্তগত প্রশস্তমত ?