পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদাবলী—বিদ্যাপতি—১৪-১৫শ শতাব্দী ! } e:Rరి চিরদিনে বিহি আজু পূৱল আশ । হেরইতে নয়নে নাহি অবকাশ ৷ ভণয়ে বিদ্যাপতি আর নহ আধি। সমুচিত ঔষধ না রহে বেয়াধি । আজু রজনী হাম ভাগে (১) পোছায়লু পেখলু পিয়া-মুখ-চন্দ। জীবন যৌবন সফল করি মানলু দশ দিশ ভেল নিরদ্বন্দ্ব (২) । আজু মঝু গেছ গেছ করি মানলু আজু মঝু দেহ ভেল দেহা । আজু বিহি মোহে অনুকুল হোয়ল টুটল সবহু সন্দেহ ॥ সোই কোকিল অব লাখ ডাকয়ু (৩) লাখ উদয় করু চন্দা। পাচ বাণ অব লাখ বাণ হউ মলয়-পবন বহু মন্দ ॥ (৪) অব মৰু যবহু পিয়া-সঙ্গ হোয়ত তবহি মানব নিজ-দেহ। বিদ্যাপতি কহ অল্পভাগী নহ ধনি ধনি (৫) তুয়া নব লেহ ॥ হাতক দরপণ মাথক ফুল। নয়নক অঞ্জন মুখক তাম্বুল ৷ হৃদয়ক মৃগমদ গীমক হার। দেহক সরবস গেহক সার ॥ পার্থীক পাখ মীনক পানী । জীবক জীবন হম তুহু জানি ॥ তুহু কৈসে মাধব কহু তুহু মোয়। (৬) বিদ্যাপতি কহ দুহু দোহঁ হোয় ॥ (১) সৌভাগ্যক্রমে। (২) নিদ্ব দ্ব = নিৰ্ব্বিবাদ =শান্তিময়। (৩) ডাকুক। (8) “এখন গগনে উদয় হউক চন্দ । মলয় পবন বহুক মন্দ ॥ কোকিল আসিয়া করুক গান। ভ্রমরা ধরুক মধুর তান। ডাক দেখি কোকিল পঞ্চম-স্বরে। মদনমোহনে পেয়েছি ঘরে ॥” =চণ্ডিদাস । (৫) ধন্য ধন্য। (৬) আমার পক্ষে তুমিত “হাতের দর্পণ”, “মাথার ফুল” ইত্যাদি, কিন্তু তোমার স্বরূপ কি ?