পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৬৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচীন সঙ্গীত—রাজ রামমোহন রায়—১৭৭৪-১৮৩৩ খৃঃ । ১৬২১ কুন্তল-জাল জিনি কাদম্বিনী, আরক্ত নলিনীদল-ত্রিনয়নী, শোণিতের ধারা বহে বিম্বাধরে ॥ দম্ভে কম্পে ধরণী সঘনে, করে হুহুঙ্কার পাবক-নিঃস্বনে, ঝরে ইরম্মদ নয়নের কোণে, ক্ষণপ্রভা খেলে দশন-উপরে ॥ ভয়ঙ্করা মূৰ্ত্তা দেখে লাগে ভয়, কিন্তু ভক্তে বিতরিছে বরাভয়, অকিঞ্চনে কয় সামান্ত ত নয়, ব্ৰহ্মময়ী উদয় হয়েছেন সাকারে ॥ রাজা রামমোহনের গান। History of Bengali Language & Literature ogos ৯৩৬-৯৮৯ পৃষ্ঠা দ্রষ্টব্য। ( > ) একদিন হবে যদি অবশু মরণ । কেন এত আশা তবে এত দ্বন্দ্ব কি কারণ ॥ এই যে মার্জিত দেহ, যারে এত কর স্নেহ, ধূলি-সার হবে তার মস্তক চরণ ॥ যত্নে তৃণকাষ্ঠ খান, রহে যুগ পরিমাণ, কিন্তু যত্নে দেহ-নাশ না হয় বারণ ॥ অতএব আদি অন্ত, আপনার সদা চিন্ত, দয়া কর জীবে লও সত্যের শরণ ॥ ( & ) অহঙ্কারে মত্ত সদা অপার বাসনা। অনিত্য এ দেহ মন জেনেও কি জান না। শীত গ্রীষ্ম আদি সবে, বার মাস তিথি রবে, কিন্তু তুমি কোথা যাবে, একবারও ভাবিলে না। এ কারণে বলি শুন, ত্যজ রজস্তমোগুণ, ভাব সেই নিরঞ্জন, এ বিপত্তি রবে না।