পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৬৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রাচীন সঙ্গীত—গোপাল উড়ে—জন্ম ১৭৯৭ খৃঃ।
১৬২৯

আজকার মত আসি,
স্ব-স্থানেতে গেল শশী,
জাগিল সব প্রতিবাসী,
বিধুমুখে মধুর হাসি, কোকিল করে গান॥

(১২)

কাওয়ালী।

দুষ্টহাসি মিষ্টভাষী অবিশ্বাসী নারী।
সোহাগের সামগ্রী বটে বিচ্ছেদের কাটারী॥
নারীর চক্র বুঝা ভার, ব্যক্ত আছে ত্রিসংসার,
নারীর পদতলে প’ড়ে আছেন ত্রিপুরারি,—
মান ভাঙ্গিলেন ভগবান্‌ নারীর পায় ধরি॥
নারীর জন্যে কীচক ম’ল, রাবণ নির্ব্বংশ হ’ল,
আমি কি বুঝিব বল, নারীর ছল-চাতুরী॥

(১৩)

আড়া।

মান ত্যজ ও মানিনি যামিনী হলো আগত।
অনুগত জন-প্রতি বঞ্চনা করিবে কত॥
চেয়ে দেখ বিনোদিনি, অস্তগত দিনমণি,
সুধাংশু আসি আপনি, গগনেতে সমুদিত।
আরও দেখ চন্দ্রাননি, চাঁদে মত্ত চকোরিণী,
তাতে কোকিলের ধ্বনি,
শুনিয়ে হই প্রাণে হত॥