পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদাবলী—বিদ্যাপতি—১৪-১৫শ শতাব্দী ৷ ১০২৫ তাতল সৈকত বারি-বিন্দুসম স্থত মিত রমণী-সমাজে । তোহে বিসরি মন তাহে সমৰ্পল অব মঝু হল কোন কাজে ॥ (১) মাধব হম পরিণাম নিরাশ । তুহু জগতারণ দীন দয়াময় অতএ তোহারি বিশোয়াসা ॥ আাধ জনম হম নিদে গমাওল জরা-শিশু কত দিন গেলা । নিধুবনে রমণী-রসরঙ্গে মাতল তোহে ভজব কোন বেলা । কত চতুরানন মরি মরি যাওত ন তুয়া আদি অবসান । তোহে জনমি পুন তোহেঁ সমাওত সাগর-লহরী-সমান ॥ ভণয়ে বিদ্যাপতি শেষ শমন-ভয় তুয়া বিনু গতি নহি আরা। আদি অনাদিক নাথ কহ ওসি অব তারণ ভার তোহারা ॥ খেত কপ্রল রথবারে লুটল ঠাকুর-সেবা ভোর। (২) বণিজ কএল লাভ নহি পওলে অলপ নিকট ভেল থোর ॥ (৩) রামধন বণিজহু বেজ আছ লাভ অনেক । (৪) মোতি মজিঠ কনক হাম বণিজল পোষল মনমথ-চোর। (৫) যোখি পরেখি মনহি হাম নিরমল ধন্ধ লাগল মন মোর ॥ (৬) ই সংসার হাট কএ মানহ সবেও বণিক বণিজার। যে জন বণিজএ লাভ তস পাবএ স্থপুরুষ মরহি গমার ॥ (৭) বিদ্যাপতি কহ শুনহ মহাজন রাম-ভকতি আছ লাভ ৷ (১) উত্তপ্ত বালুতে বারি-বিন্দুর স্তায় পুত্র, মিত্র এবং রমণী-সমাজে আমার মন ( তোমাকে ভুলিয়া ) ফেলিয়াছিলাম, এজন্ত উহা শুষ্ক হইয়া গিয়াছে। (২) ঠাকুর-সেবার জন্ত যে ক্ষেত করিলাম তাহ রক্ষক লুটিয়া লইল, ঠাকুর-সেবা হইল না। (৩) বাণিজ্য করিলাম, লাভ পাইলাম না,—যাহা অল্প ছিল, তাহ আরও অল্প হইল। (৪) রামের প্রতি ভক্তিকে মূলধন করিয়া বাণিজ্য করিলে তাহাতে অনেক লাভ আছে । (৫) মতি, মঞ্জিষ্ঠ এবং সোণ লইয়া আমি বাণিজ্য আরম্ভ করিলাম, কিন্তু চোররূপে মন্মথ প্রবেশ করিল এবং আমি তাহাকে পোষণ করিলাম। (৬) সেই সমস্ত ধন মাপিয়া ও পরীক্ষা করিয়া আমার মন ভ্ৰমে নিপতিত হইল। প্রকৃত বাণিজ্য ভুলিয়া আমি বিপথে পড়িয়া নিরাশ হইলাম। (৭) এই সংসার একটা হাট ; আমরা সকলেই বণিক। স্থপুরুষগণ যে যেরূপ বাণিজ্য করে, সে সেইরূপ লাভ পায় ; “গমার” ( গোয়ার ) অর্থাৎ মুখ মৃত্যু-মুখে নিপতিত হয়। > R。