পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৬৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সহজিয়া-সাহিত্য—জ্ঞানাদি-সাধনা—১৭শ শতাব্দী। পৌত্ৰাদি মরিয়া যায় অতএব আমি নিশ্চয় বুঝিলাম মায়াময় জম্বুদ্বীপে জন্মিলে মায়াবাদী লোকের কথা শুনিয়া তুমীকে পাসরিয়া পুনঃ পুনৰ্ব্বার গর্ভ-যন্ত্রণ হবে। আরবার সেই গর্ভের মধ্যে মায়াতীত পরমাত্মাস্বরূপ পরমেশ্বর সেই গর্ভের জীবাত্মাকে কহেন এখন তুমি মায়াময় জম্বুদ্বীপে প্রসব হইয়া আমার ভজনাদি কর তবেই জীবন্মুক্ত আর গর্ভবাস জন্ম মরণাদি আর হবে না। আরবার জীবাত্মা জিজ্ঞাসেন সেই মায়াময় জম্বুদ্বীপের মায়াবাদী বৈদিক ব্রাহ্মণ আদির কথা শুনিয়া তুমাকেহ পাসরিব তাহার উপায় কহ। পরে পরম আত্মা কহেন সেই মায়াময় জম্বুদ্বীপেহ আমার নিত্য স্থানের নিত্য প্রিয় ভক্ত আছেন তাহার আর জন্ম মরণ পাপ পুণ্যাদি নাই তুমি সেই জম্বুদ্বীপে জন্মিয়া আমার নিত্য ভক্তের দর্শন করিয়া তাহানকেও তুমি ভক্তি করিলে আমার ভক্ত তুমাকে তুষ্ট হইয়া তুমার আপনার শরীরের মধ্যে নিত্য চৈতন্তরূপ আত্মা ঈশ্বরকে প্রত্যক্ষ দেখাইবেন এবং আর আর ভক্তগণের সহিত প্রত্যক্ষ দেখাইবেন পরে তুমিহ আমার ভক্ত হইয়া জন্ম মরণাদি দূর করিয়া নিত্য রূপে নিত্য রসে বিরাজ করিবা। এই প্রকার পরমাত্মা পরমেশ্বর গর্ভের জীবকে শিক্ষা দিয়া অন্তৰ্দ্ধান হৈলেন। পরে দশমাস পূর্ণ হৈলে প্রসব-বায়ুতে প্রসব করাইলে পৃথিবীতে পতন হইয়া মহামায়াতে আবদ্ধ হইয়া আপনার আত্মাকে পাসরিয়া এবং পরম আত্মারূপ পরমেশ্বরকেহ পাসরিয়া জম্বুদ্বীপের মায়াবাদী বৈদিক ব্রাহ্মণ আদি লোকের মায়া-কথা শুনিয়া ক্রমে ক্রমে সেই কথা অভ্যাস করিয়া বাল্য পৌগণ্ড বয়সে যজ্ঞোপবীত হইলে বেদের মতে সন্ধ্যাদি করেন। পরে শ্ৰীগুরু-স্থানে ধৰ্ম্ম অর্থ কাম মোক্ষ চতুৰ্ব্বৰ্গফল পাবে বলিয়া সঙ্কল্প করিয়া ঈশ্বরের মন্ত্র গ্রহণ করিয়া ধ্যান করিয়া পূজা করেন। কিন্তু ঈশ্বরকে সাক্ষাৎ দেখেন না। কিন্তু সেই কস্মিলোকের মধ্যে যদি ভাগ্যক্রমে কুনজন সেই পরমাত্মা পরমেশ্বর শ্ৰীকৃষ্ণর ভক্তের মুখের শ্ৰীভাগবত গীতার অর্থ শুনিয়া জিজ্ঞাসা করেন শুনিয়াছি নিত্য শ্ৰীবৃন্দাবনে পরমেশ্বর শ্ৰীকৃষ্ণ নিজ পরিকরাদির সঙ্গে নিত্য বিরাজ করেন তাহার আমি শ্ৰীবৃন্দাবনে গিয়া শ্ৰীকৃষ্ণাদিকে দেখি না এবং ধ্যানেতেহ প্রত্যক্ষ দেখি না অতএব আপনে আমাকে কৃপা করিয়া সেই পরমেশ্বর শ্ৰীকৃষ্ণদিকে পৃথকৃ দেখাইয়া দেওন। শুনিয়া সাধু কহেন তুমি অন্ধকারে অন্ধ হৈয়াছ অতএব শ্রীরাধা কৃষ্ণাদিকে দেখ না। পরে অজ্ঞানী জীব কহেন আমার ঐ শরীর মাতৃগর্ভ হৈতে জন্মিয়াছে। সাধু জিজ্ঞাসেন তুমার মাতা পিতার শরীরে কি প্রকার শুক্ৰশোণিত জন্মিল। অজ্ঞানী জীবে কহে পিতা মাতা অন্নাদি আহার করিলে সেই অন্নাদি উদরের মধ্যে জঠর-অগ্নিতে পাক হৈয়া শুক্ৰশোণিত জন্মে। সাধু জিজ্ঞাসেন সেই অন্নাদি কি প্রকার জন্মে। অজ্ঞানী জীব

  • a (t

১৬৩৩