পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৬৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সহজিয়া-সাহিত্য—প্রাচীন দলিল—১৭১৭-১৭৩২ খৃঃ । মনসবদার সমেত গৌড়মগুলে আসিয়াছিলেন এবং আমরা সৰ্ব্বে থাকিয় স্বধৰ্ম্ম (১) উপরি বাহাল করিতে পারিলাম নাই সিদ্ধান্ত বিচার করিলাম এবং দিগ্বিজয় বিচার করিলেন এবং শ্রীনবদ্বীপের সভাপণ্ডিত এবং কাশীর সভাপণ্ডিত এবং সোণারগ্রাম বিক্রমপুরের সভাপণ্ডিত এবং উৎকলের সভাপণ্ডিত এবং ধৰ্ম্মঅধিকারী ও বৈরাগী ও বৈষ্ণব ষোলআন একত্র হইয়া শ্রীমৎ ভাগবত শাস্ত্র এবং শ্ৰীমৎ মহাপ্রভুর মত এবং শ্রীমৎ মধ্যমগোস্বামীদিগের ভক্তিশাস্ত্র লইয়া শ্ৰীধর স্বামীর টীকা ও তোষণী লইয়৷ শ্ৰীযুত ভট্টাচাৰ্য্য মজুকুরের সহিত এবং আমরা থাকিয়া ছয়মাসাবধি বিচার হইল তাহাতে ভট্টাচাৰ্য্য বিচারে পরাভূত হইয়া স্বকীয় ধৰ্ম্ম সংস্থাপন করিতে পারিলেন নাই পরকীয় সংস্থাপন করিতে জয়পত্র লিখিয়া দিলেন আমরাও দিলাম সে পত্র পুনরায় পাঠাইলাম শ্ৰীবৃন্দাবনে জয়নগরে তোমার সিদ্ধান্তপূৰ্ব্বক বিচার গৌড়মণ্ডলে পাঠাইলেন অতএব গৌড়মগুলে পরকীয় ধৰ্ম্ম সংস্থাপন হইল পরকীয় ধৰ্ম্ম-অধিকারী তোমাকে করিয়া পাঠাইলেন এবং শ্ৰীশ্ৰীeবৃন্দাবন হইতে শিরোপা তোমাকে আইল আমরা পরাভূত হইয়া বাঙ্গাল উড়িষ্যা ও সোবে বেহার এই পঞ্চ পরিবারে বেদাও। শ্ৰীমদ জীব গোস্বামী ও শ্ৰীযুত নরহরি সরকার ঠাকুর ও শ্ৰীযুত ঠাকুর মহাশয় শ্ৰীযুত আচাৰ্য্য ঠাকুর ও ক্রযুত খামানন্দ গোস্বামী এই পঞ্চ পরিবারের উপর বিলাত সম্বন্ধে ইস্তফা দিলাম পুনরায় কাল কাল ও বিলাত সম্বন্ধে অধিকার করি তবে শ্ৰীশ্ৰীড়তে বহিভূত এবং শ্ৰীশ্ৰী৮ সরকারে গুণাগার এতদৰ্থে তোমারদিগের পরিবারের উপর বেদাও ইস্তফা পত্র লিখিয়া দিলাম ইতি সন ১১৩৭ সাল নি বাং সা সন ১১৩৮ সাল মাহ বৈশাখ । শ্ৰীকৃষ্ণদেব দেবশৰ্ম্মণ । সাং জয়নগর । এই পত্রে শ্ৰীকৃষ্ণদেব ভট্টাচাৰ্য্য অজয় পত্রমিদং আমিহ স্বকীয় ধৰ্ম্ম সংস্থাপন করিতে জয়নগর হইতে শ্ৰীযুক্ত সেওয়ি জয়সিংহ মহারাজার সেখান হইতে স্বকীয় ধৰ্ম্মর পরওনা লইয়া গৌড়মগুলে স্বকীয় ধৰ্ম্ম সংস্থাপন করিতে আসিয়াছিলাম এবং শ্ৰীযুক্ত পাতশাহার হুকুম মত তৈলাতী লোক সঙ্গে করিয়া গৌড়মণ্ডলে সৰ্ব্বশুদ্ধা স্বকীয় সিদ্ধান্তের জয়পত্র লইয়া আসিয়াছিলাম মলিহাটি মোকামে তোমার নিকট স্বকীয় পরকীয় ধৰ্ম্ম-বিচার অনেক মত করিলাম এবং শ্রীমৎ ভাগবত এবং পুরাণ (১) স্বকীয় মত । Nురిసి