পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ ৪২৬ বঙ্গ-সাহিত্য-পরিচয় । স্বপ্ন । সপন দেখলু হম শিবসিংহ ভূপ। বতিশ বরষ পর সামর-রূপ। (১) বহুত দেখল গুরুজন প্রাচীন। আবে ভেলহু হম আয়ুবিহীন ॥ (২) সমটু সমটু (৩) নিঅ লোচন-নীর। ককরন্থ কাল ন রাখথি থীর ॥ (৪) বিদ্যাপতি সুগতিক প্রস্তাব। ত্যাগ কে করুণ রসক স্বভাব। (৫) গোবিন্দ দাসের পদাবলী। জন্ম ১৫২৭ খৃষ্টাব্দ মৃত্যু ১৬১১ খৃষ্টাব্দ । চণ্ডিদাস ও বিদ্যাপতির পরে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণবকবি । “বঙ্গভাষা ও সাহিত্যের” ৩০০-৩০৩ পৃষ্ঠা দ্রষ্টব্য। গৌরচন্দ্রিকা । নীরদ-নয়নে নবঘন সিঞ্চনে পূৰ্বল মুকুল-অবলম্ব। স্বেদ-মকরন্দ বিন্দু বিন্দু চুয়ত বিকশিত ভাব-কদম্ব ॥ কি পেখলু নটবর গৌর কিশোর। অভিনব হেম-কল্পতরু সঞ্চরু সুরধুনী-তীরে উজোর । (৬) (১) বত্রিশ বৎসর পরে আজ শু্যামবর্ণ ( সামর-রূপ ) মহারাজ শিবসিংহকে স্বপ্নে দেখিলাম। বিদ্যাপতি-কৃত “পুরুষ-পরীক্ষা” গ্রন্থেও মহারাজ শিবসিংহের শু্যামবর্ণের কথা উল্লিখিত আছে। এজন্য তিনি শ্ৰীকৃষ্ণের সঙ্গে উপমিত হইয়াছেন। (২) আমি অনেক প্রাচীন গুরু-ব্যক্তিকে দেখিলাম। এখন আমার আয়ুঃশেষ হইয়া আসিল। (৩) সমটু সমটু=মুছিয়া মুছিয়া। (৪) কাল কাহাকেও স্থির রাখে না। (৫) করুণ রসের স্বভাব কে ত্যাগ করিতে পারে ? (৬) উজোর =উজ্জ্বল । সুরধুনীর তীরে অভিনব হেম-কল্পতরু (গৌরাঙ্গ) আবিভূত হইল।