পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদাবলী—গোবিন্দ দাস—১৬শ শতাব্দী। రిఫిసి মঝু মুখ দরশি বিহসি তনু মোড়ই বিগলিত মোহন বংশ। না জানিয়ে কোন মনোরথে আকুল কিশলয়-দলে (১) করু দংশ ৷ অতও (২) সে মঝু মন জলতহি অনুখন দোলত চপল পরাণ । গোবিন্দ দাস মিছই আশোয়াসন্তু (৩) অবহু না মিলল কান ৷ ঢল ঢল কাচা অঙ্গের লাবণী অবনী বহিয়া যায়। ঈষৎ হাসির তরঙ্গ-হিলোলে মদন মূরছা পায় ॥ কিবা সে নাগর কি খনে দেখিন্তু ধৈর্য রহল দূরে। নিরবধি মোর চিত বেয়াকুল কেন বা সদাই ঝুরে ॥ হাসিয়া হাসিয়া অঙ্গ দোলাইয়া নাচিয়া নাচিয়া যায়। নয়ন-কটাক্ষে বিষম বিশিখে পরাণ বিধিতে ধায় ॥ মালতী-ফুলের মালাট গলে হিয়ার মাঝারে দোলে। উড়িয়া পড়িয়া মাতল ভ্রমরা ঘুরিয়া ঘুরিয়া বুলে। কপালে চন্দন-ফোটার ছটা লাগিল হিয়ার মাঝে । না জানি কি ব্যাধি মরমে বাধল না কহি লোকের লাজে ॥ এমন কঠিন নারীর পরাণ বাহির নাহিক হয়। না জানি কি জানি হয় পরিণাম দাস গোবিন্দ কয় ॥ সজল জলধর অঙ্গ মনোহর ছটায় চাহিল মোহে (৪) । ঈষৎ হাসিয়া মনের আকুতে অরুণ নয়নে চাহে। কি আজ পেখলু বর-বিনোদ-নাগর কেলি-কদম্বের তলে । রূপ নিরখিতে আঁখির লাজ ভাসল আনন্দ-জলে (৫) ॥ বকুল-মালা দিয়া কুন্তল টানিয়া ময়ূর-পুচ্ছের ছাদে। রঙ্গিণী-লোচন খঞ্জন বাধিতে পাতিল বিষম ফাদে ॥ মকর-কুণ্ডল সঙ্গে অনঙ্গ দোলে গণ্ডে দরপণ ভানে। ভালে সে মদন দেখি প্রতিবিম্বিত (৬) গোবিন্দ দাস অনুমানে ॥ (১) এস্থলে কিশলয়-দল অর্থ বংশী। (২) সেই হইতে । (৩) গোবিন্দ দাসকে মিথ্যাই আশ্বাস দিলাম। (৪) আমাকে । (৫) পুলকাশতে চক্ষু লজ্জা ভাসিয়া গেল। (৬) তাহার দর্পণভূল্য গণ্ডে মদনকে উত্তমরূপে প্রতিবিম্বিত দেখা যায়।