পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৭৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচীন গদ্য-সাহিত্য—আদালতের অরিজি—১৬৮৮-১৬৮৯ খৃঃ । ১৬৭৩ e/ীশ্ৰীকৃষ্ণ সন ১ ০৯৬ ৷ আদালতের আরজি । সন ১০৯৬ সাল । মহামহিম দেওয়ানি আদালতের শ্ৰীযুত সাহেব বরাবরেষু আরজি শ্রীরামকান্ত চন্দ্র সাং বিষ্ণুপুর— আসামী শ্ৰীসদারাম মহান্ত চকলা তথা সাং ইন্দাষ মকদ্দমা ইহার স্থানে আমার এক কিতা তমস্থ দিয়া টং ৫০০ পাচশত টাকা আর চট বাবুদ ৫০ পঞ্চাশ তঙ্ক একুনে ৫৫০ পাচশত পঞ্চাশ তঙ্ক সররতি করি দেয় না একারণে নালিশ সাহেব ধৰ্ম্ম-অবতার হক আদালত করিয়া আসামী আদালতকে হুকুম করিয়া আমার টাকা দেলাইয় দিয়াতে হুকুম হইবেক আমি গরিব সাহেব ধৰ্ম্ম-অবতার আমার পানে নেকনজর করিয়া দেলাইয়া দিআইবেন এই আরজ নিবেদন করিলাম সন ১০৯৬ সালে তাং ২২ আষাঢ় । ৮ীশ্ৰীহরি সন ১ ০৯৭ ৷ আদালতের আরজি । সন ১০৯৭ সাল । মহামহিম ফৌজদর আদালতের শ্ৰীযুত সাহেব বরাবরেষু চাকলাই বিষ্ণুপুর সাং বাণপুর শ্রীরামকান্ত ঠাকুর— আরজ নিবেদন আমার এই সাকিমের শ্রমাণিক রায় স্থানে আমার মূল ১০ দশ তঙ্ক পান ছিল তাহাতে আমি আসামী মজুকুরে স্থানে টাকা চাইতে গেয়াছিলাম তাহাতে আমাকে টাকা দিলাক না আমাকে দুই চারি বদ জবান গালি দিলাক এবং আমাকে মারিতে উদ্যত হইল এ কারণ নালিশ আসামী মজুকুরকে হুজুর তলপ করিয়া হক ইনসাব করিতে আজ্ঞা হএ আমি গরিব প্রজা সাহেব-ধৰ্ম্ম অবতার আমা বারে যেমত হুকুম হএ এতদৰ্থে আরজ নিবেদন লিখিয়া দিলাম ইতি ৭ সেবন (১) । (১) শ্রাবণ । 2) g