পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৭৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬৭৬ বঙ্গ-সাহিত্য-পরিচয় । দেখ দেখি শ্ৰীকৃষ্ণ ভাদুড়ীর কি দোষ আছে। কুলক্তর বিবেচনা করে দেখিলেন যে রাজা হরিনারায়ণ ছোট ঠাকুর সেই হরিনারায়ণ ছোট ঠাকুরের জ্ঞাতি দর্পনারায়ণ ঠাকুর। এই দর্পনারায়ণ ঠাকুরের পোতাখানায় সাতকৈড়ি নামে ব্ৰহ্মহত্যা হয়। সেই দর্পনারায়ণ ঠাকুরের কন্যা দেন দুর্লভ মৈত্রে। সেই দুর্লভ মৈত্রের বাড়ী শ্ৰীকৃষ্ণ ভাদুড়ী ভায়রা সম্বন্ধে যাতায়াত করেন। অতএব ভোজন করিয়া থাকিবেন। কুলজ্ঞরা শ্ৰীকৃষ্ণ ভাদুড়ীকে দর্পনারায়ণী দিয়া আস্তাড়িলেন (১)। আস্তাড়ে গেলেন মুকুন্দ ভাদুড়ীর নিকট। কহিলেন যে হে মুকুন্দ ভাদুড়ী তোমার পুত্ৰ শ্ৰীকৃষ্ণ ভাছড়া। সেই শ্ৰীকৃষ্ণ ভাদুড়ীতে জন্মিয়াছে দর্পনারায়ণী তুমি যদি পুত্র সম্বরণ কর তোমাকেও দর্পনারায়ণী দিয়া আস্তাড়িব । আর পুত্র যদি উপেক্ষ কর তবে তুমি যে আউটুষ গাঞির প্রধান সেই আউটুষ গাঞির প্রধান থাকিবে। মুকুন্দ ভাদুড়ী পুত্ৰ উপেক্ষা না ক’রে পুত্র সম্বরণ ক’রে করণ কারণ করিলেন। মুকুন্দে অনন্তে করণ, মুকুন্দে ধ্রুবে করণ, অনন্ত লাহিড়ী আর মুকুন্দ সান্তালে করণ। মুকুন্দ মুকুন্দ অনন্ত ধ্রুব এই চারি মুখ্য দ্বারায় দুর্লভ মৈত্র। কুলজ্ঞরা পাচ কৰ্ত্তাকেই দর্পনারায়ণী দিয়ে আস্তাড়িলেন। দর্পনারায়ণীর পর ধ্রুবের কুশে মুকুন্দ ভাদুড়ীর গঙ্গালাভ। মুকুন্দ ভাদুড়ীর পুত্র গোপীনাথ শ্ৰীকান্ত শ্ৰীকৃষ্ণ তিনের অকরণে গঙ্গালাভ। গোপীনাথের পুত্ৰ যদুনাথ বাণীনাথ । শ্রীকান্তের পুত্র রত্নগর্ভ। শ্ৰীকৃষ্ণের পুত্র স্ববুদ্ধি খাঁ কেশব খা জগদানন্দ রায়। সুবুদ্ধি খাঁ কুলজে হৃদয় সাঙ্গলে শাসখানি চলাউড়ি পুত্ৰ উপেক্ষা করি পৌত্র সম্বরণ করি তত্ৰাচ বলিতেছি হৃদয় ছিলেন। দর্পনারায়ণীতে মুদ্রই হৃদয় যদি করিলেন করণ এই কারণে গাইল নিস্কৃতি। হৃদয় নাড়া তাল প্রপৌত্র নাই যে বাড়ি শ্রোত্রিয় সম্বলিত গাইল রাজার ব্রস্তাল হৃদয়ের করণে গাইল নিস্কৃতি। গাইল জাগে । উত্তর কালে লক্ষ্মণ সান্তাল। এই কালে ধোপড়া কোলের বাড়ীতে রাজা কংস নারায়ণ সংগোপনে পিতৃমাতৃ-কৃত্য করেন। সকলকে নিমন্ত্রণ করেন। পত্র দেন লক্ষ্মণ সান্তাল বৈদ্যনাথ তলাপাত্রকে। । ভাগিনার সুবুদ্ধি খা কেশব খা আর জগদানন্দ রায় দর্পনারায়ণীতে বদ্ধ। এজন্ত ইহাদিগের নিমন্ত্ৰণ করিলেন না । ইহারা ভগিনী-দায়গ্ৰস্ত হইয়া লজ্জা মান ত্যাগ ক’রে তথায় গিয়ে উপস্থিত হলেন । হয়ে কহিলেন যে মহারাজ আপনি পিতৃকৃত্য করেন সকলকে নিমন্ত্রণ করেন আমাদিগকে নিমন্ত্রণ করেন না কিন্তু মহারাজ সেজনদিগের ভগিনী মহারাজের ভাগিনেয়ী (১) আস্তাড়িলেন = পীড়ণ করিলেন। দপনারায়ণী-দোষ দিয়া লাঞ্ছিত করিলেন।