পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৭৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচীন গদ্য-সাহিত্য—কেরি-কৃত কথোপকথন—১৮০১ খৃঃ। অঃ মহাশয় এই যে খরচ করিয়াছে তাহাকে কি বলিব উহারে তো দিয়াছে আর উহার সঙ্গের দশ বারো জনকে বিদায় এক এক জনকে দশ বারে টাকা করিয়া দিয়াছে। আর উহাকে কতই সয়। সে বটে উহার সঙ্গের আর লোক ছিল। ভাল। আর বিবাহের পণাপণ বা কি খরচ-পত্র বা কি করিয়াছে। তাহ কিছু বলিতে পার। তাহার খরচ কত হইয়াছে তাহার নিকর কিছু কহিতে পারি না আন্দাজ দশ বারো হাজার হইয়া থাকিবে । এত খরচ কিসে হইল। আমিত তাহার কিছু বুঝিতে পারি না। কহ দিকি কোন কৰ্ম্মে কত খরচ হইল। বিবাহের পণ লাগে পাচশত টাকা আর পত্রাদি করিতে যায় তাহার খরচ দুইশত টাকা হয়। ভাল। পত্র করিতে এত খরচ হইব কেমনে। সে মিথ্যা কথা । এমন শুনি না। - আপনি না শুনিলে শুনিতে কহে কে । আমিই যেন মিথ্যা কহিলাম। গ্রামে আর লোক আছে জিজ্ঞাসা করুন গী (১) দিকি তাহারদিগকে তাহারা কি বলেন। - এত জিজ্ঞাসায় আমার কি প্রয়োজন। ভাল তুমি জান তাই কহ দিকি বরচলনি কিরূপ করিয়াছিল। আর তার রোসনাই কিমত হইয়াছিল। তাহার বরচলনি যেরূপ করিয়াছে তাহ শুন । নবাব সাহেবের নিকট হইতে শেলামি দিয়া তিনি যে পালকীতে সোয়ার হন সে পালকী আর তাহার যত লওজিমাত লোক তাহার অৰ্দ্ধেক আনিয়াছিলেন আর রোসনাইর কথা কি বলিব। গ্লাসের ঝাড় হাজার করিয়াছিল। আতষ বাজি কত করিয়াছিল তাহ কি বলিব। আন্দাজ দুই তিন হাজার বাজি হইতে পরিবে । তবেত বিবাহ দিয়াছে ভাল। তোমার গ্রামের লোক শুনে থাকিবা অন্ত ঘটক কিরূপ বিদায় করিয়াছে। তাহ বল। আর যে যে ঘটক আসিয়াছিল তাহার কেহ চারি টাকা একযোড় কাপড় পাইয়াছে কেহ পাচ টাকা একযোড় কাপড় পাইয়াছে। আর তবে তার তসকির কি। বিবাহ ভালই দিয়াছে। আর দুই এক লোকেকে জিজ্ঞাসা করিলাম তাহারা কহিল বিবাহ দিয়াছে এক প্রকার বড় ভাল নয় বড় মন্দ নয়। মধ্যম বটে। (১) করুন গা = করুনগে।

  • >>

>○b->