পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৭৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬৮২ বঙ্গ-সাহিত্য-পরিচয় । যাহারা মন্দ কহিয়াছে তাহারা এ মত দুই এক করে তবেত বুঝিতে পার নতুবা কহিতে কি মুখেতে কিছু ঠেকে না সকলি কহিতে পারে। মরুক সে যে হউক। এখন তোমাকে আমি এক কথা জিজ্ঞাসা করি সকলেইত মুখ্যাতি করিয়া গিয়াছে। আমরা ঘটক গেলে কিছু পাব কিনা ৷ ই পাইতে পার। যত ঘটক আসিয়াছিল সকলেইত পাইয়াছে কেহত অমনি যায় নাই তোমার না পাবার বিষয় কি। যাউন। পাবেন। সমাপ্ত । রাজা প্রতাপাদিত্য-চরিত্র। যিনি বাস করিলেন যশহরের ধূমঘাটে। এককবর বাদসাহের আমলে । রাম রাম বস্তুর রচিত। স্ত্রীরামপুরে ছাপা হইল । >しアo>

=* :

এ বঙ্গভূমিতে রাজা চন্দ্ৰকেত্ত পৃভূতি অনেক অনেক রাজাগণ উদ্ভব হইয়াছিলেন কিন্তু কদাচিত তাহারদের কেবল নামমাত্র শুনা যায় তদব্যতিরেক তাহারদের বিশেষ বিশেষণ কি মতে বৃদ্ধি কি মতে পতন নিরাকরণ কিছুই উপস্থিত নাহি তাহাতে যে সমস্ত লোকেরা এ সকল প্রসঙ্গ শ্রবণ করে আনুপূর্বক না জাননেতে ক্ষোভিত হয়। সংপ্রতি সৰ্ব্বারম্ভে এদেশে প্রতাপাদিত্য নামে এক রাজা হইয়াছিলেন তাহার বিবরণ কিঞ্চিত পারস্ত ভাষায় গ্রন্থিত আছে সাঙ্গপাঙ্গরূপে সামুদাইক নাহি আমি তাহারদিগের স্বশ্রেণী একেই জাতি ইহাতে তাহার আপনার পিতৃ পিতামহের স্থানে শুনা আছে অতএব আমরা অধিক জ্ঞাত এবং আর ২ অনেকে মহারাজার উপাখ্যান আনুপূৰ্ব্বক জানিতে আকিঞ্চন করিলেন এজন্ত যে মত আমার শ্রত আছে, তদনুযায়ি লেথা যাইতেছে।