পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৮০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচীন গদ্য-সাহিত্য-মার্সম্যানের ভারত-ইতিহাস–১৮৩১ খৃঃ। প্রতিজ্ঞা করিয়াছিলেন সেই ২ রাজা তাহার দের ঐ মহাবিভ্ৰাট দেখিয়া আর নিকটস্থ হইলেন না অতএব ঐ কার্ণক সাহেব ফতে গড়েতে কর্ণল মিউর সাহেবের নিকটে পত্র লিখিলেন যে তুমি স্বীয় সৈন্ত সমভিব্যাহারে আসিয়া আমার সাহায্য কর নতুবা কোন প্রকারে এস্থান হইতে আমি রক্ষা পাইতে পারি না। কিন্তু কৰ্ণল মিউর সাহেবের পহুছনের পূৰ্ব্বে কর্ণল কার্ণক্‌ সাহেবের ক্লেশের এমত অতিশয্য হইল যে তিনি আপনার সেনাপতির দিগকে ডাকিয় ক্লেশ পরিহারার্থে পরামর্শ করিতে লাগিলেন ইহাতে যে কাপ্তান ক্রস সাহেব গড় গোয়ালিয়র আক্রমণ করিয়াছিলেন তিনি এই পরামর্শ দিলেন যে রাত্ৰিযোগে সিন্ধিয়ার উপর আক্রমণ করা ব্যতিরেকে এই সৈন্ত রক্ষার আর কোন উপায় দেখিনা। কিঞ্চিৎকাল বিবেচনানন্তর ঐ পরামর্শ স্থির হইল। অপর ১৭৮১ সালের ২৪শে ফেব্রুয়ারি তারিখে সৈন্ত সকল তথা হৈতে প্রস্থান করণ পূর্বক তের ঘণ্টাতে সিন্ধিয়ার ছাউনির নিকটে পন্থছিল । সিন্ধিয়ার সৈন্তের অনপেক্ষিত বিপক্ষের সৈন্ত উপস্থিত দেখিয়া কম্পিত কলেবর হইয়া অত্যন্ত গোলমাল পূৰ্ব্বক চতুৰ্দ্দিগে পলায়নপর হইল তাহাতে কয়েক তোপ ও হস্তী ও যুদ্ধের অনেক সরঞ্জাম জয়িব্যক্তির দের হস্তগত হইল। অপর কর্ণল মিউর সাহেবের দ্রব্যাদিবাহক বলদ প্রভৃতির অভাবেতে এবং অন্তান্ত বিভ্ৰাট প্রযুক্ত যাত্রা করণের অতি বিলম্ব হইল তাহাতে তিনি ৪ঠা এপ্রিল তারিখের পূৰ্ব্বে আন্ত্রি স্থানে পহুছিতে পারিলেন না এবং তাহার সৈন্ত সকল কর্ণল কার্ণক্‌ সাহেবের সৈন্তের সঙ্গে সমবেত হইলেও উভয় পক্ষীয় সৈন্তের কিছুমাত্র করিতে পারিলেন না। অপর গোহদের রাণীকে র্তাহার দের সাহায্য করণের প্রবৃত্তি জন্মানার্থে তাহাকে গড় গোয়ালিয়র স্থানে দখল দিলেন কিন্তু তাহ দখল পাইয়াও তিনি চারি মাস পর্য্যন্ত র্তাহার দের কিছুমাত্র সাহায্য করিলেন না। ইহাতে ইংগ্রণ্ডীয় সৈন্তের দের অনাহারেতে এবং পীড়াতে অসীম ক্লেশ হইল কিন্তু সিন্ধিয়াও সৌভাগ্যক্রমে তৎসময়ে যুদ্ধ হইতে বিরত হইলেন এই প্রযুক্ত উভয়ের সন্ধি করণের চেষ্টা করাতে নীচে লিখিত নিয়মানুসারে তাহার দের সন্ধি স্থির হইল। সেই নিয়ম এই যে ১৩ই অক্টোবর তারিখে ইংল্লওঁীয়ের যমুনা নদীর পশ্চিমতীরস্থ তাহার দের অধিকৃত তাবৎ প্রদেশ সিন্ধিয়াকে ফিরিয়া দিবেন এবং সিন্ধিয়াও স্বীয় পক্ষে এই অঙ্গীকার করিলেন যে ইংগ্রওঁীয়ের দের সাহায্য যে রাজারা করিয়াছেন তাহার দের প্রতি আমি কিছু উপদ্রব করিব না এবং গোহদের রাণীকে ইংগ্রণ্ডায়েরা যে প্রদেশ দেওয়াইয়াছেন তাহার উপর আমি দাওয়া করিব না । ›ዓ8�