পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৮২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচীন গদ্য-সাহিত্য—রাসস্থনদরী–১৯শ শতাব্দীর মধ্যভাগ । ᎼᏄᎼᎽ কেন । ভয় নাই কিসের ভয় ছেলেধরা নাই। ও সকল মিছা কথা । আমাদের দয়ামাধব (তন্নামক স্থাপিত বিগ্রহ) আছেন ভয় কি। তোমার যখন ভয় হইবে তখন তুমি সেই দয়ামাধবকে ডাকিও । দয়ামাধবকে ডাকিলে তোমার আর ভয় থাকিবে না। মার ঐ কথাতে আমার মনে অনেক সাহস হইল। আমি মনে মনে বলিতে লাগিলাম মা বলিয়াছেন ছেলেধরা নাই আর আমাদের দয়ামাধবও আছেন এই বলিয়া কিছু স্থির হইলাম। বিশেষ আমি একাও কোন খানে যাইতাম না। আমার সঙ্গে সঙ্গে লোক থাকিত। বাস্তবিক আমার মত ভয় কোন ছেলের দেখা যায় না। এমন কি বুড়া মানুষ দেখিলেই আমার দাত লাগিত । এ জন্ত আমাকে এক রাখা হইত না। আমার এক পিসী ছিলেন তিনি অতি অল্প কালেই বিধবা হন । আমার বুদ্ধির অগোচরে তিনি বিধবা হইয়াছেন। এক দিবস আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম পিসি তোমার হাতে শঙ্খ এবং গায়ে গহনা নাই কেন । পিসী বলিলেন আমার বিবাহ হয় নাই সেই জন্ত আমার হাতে শঙ্খ এবং গায়ে গহনা নাই। পিসীর ঐ কথায় আমার দৃঢ় বিশ্বাস হইল। আমি যত বিধবা দেখিতাম আমার নিশ্চয় জ্ঞান হইত যে উহাদের বিবাহই হয় নাই। আমার চারি বৎসরের সময়ে আমার পিতার মৃত্যু হইয়াছে। সে সকল বিষয় আমি কিছুই জানি না। এক দিবস আমি সেই স্কুলে মেম সাহেবের নিকট বসিয়া আছি ইতিমধ্যে একজন ভদ্রলোক আমাকে দেখিয়া আমার খুড়াকে বলিলেন রায় মহাশয় আপনি বুঝি মঙ্গল ঘট বসাইয় সভা উজ্জল করিয়াছেন। এই বলিয়া খুড়ার নিকট জিজ্ঞাসা করিলেন এ কন্যাট কাহার। আমার খুড়া বলিলেন এ কন্যাট পদ্মলোচন রায়ের। ঐ কথা শুনিয়া আমি অত্যন্ত ভাবিত হইলাম আমার মন এককালে ব্যাকুল হইয়া পড়িল। এত দিবস আমি জানিতাম আমি মায়েয় কন্যা। বিশেষ আমার মনে এই দৃঢ় বিশ্বাস ছিল আমার মায়ের বিবাহ হয় নাই। আমি এই কথা যত ভাবিতে লাগিলাম ততই আমার মন বিষন্ন হইতে লাগিল। পরে আমি বাটীর মধ্যে গিয়া মাকে জিজ্ঞাসা করিলাম মা আমি কাহার কন্যা। মা আমার কথা শুনিয়া হাসিতে লাগিলেন আর কিছু বলিলেন না। তখন আমি পিসীর নিকট গিয়া বলিলাম পিসি আমি কাহার কম্ভা । পিসী আমার কথা শুনিয়া কাদিতে লাগিলেন । আমি ঐ কান্না দেখিয়া এককালে অবাক হইলাম। পিসী কি জন্ত কাদেন ইহার কিছুই বুঝিতে পারিলাম না। কিয়ৎক্ষণ পরে কান্না সম্বরণ করিয়া বলিলেন হা বিধাতঃ তুমি এমন নিষ্ঠুর কৰ্ম্ম করিয়াছ। এ অজ্ঞান সন্তান পিতৃস্নেহ কিছুই জানিল না। পিলী এই বলিয়া আমাকে R R R দয়ামাধব । বিধবা কুমারী। মায়ের কন্থা ।