পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৮৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>a為e আরিষ্টেডিসের সতত৷ মোকদমার বিচার। বঙ্গ-সাহিত্য-পরিচয় । করিত। এই ২ গতিকে যাহারদের তদ্বিষয়ে আপনাদের সন্মতি অসম্মতি দিতে অধিকার ছিল তাহারা যে ব্যক্তিকে নগরবর্হিভূত করণের ইচ্ছ করিত তাহার নাম এক ঝিনুকের উপরে লিখিয়া আমলারদিগকে দিত। আরিষ্টেডিস লোকেদের মধ্যে এমত মৰ্য্যাদান্বিত ছিলেন যে র্তাহাকে এইরূপে নগরবর্হিভূত করিতে নিশ্চয় করা গেল। এই কৰ্ম্মসম্পাদনের নিমিত্তে যে দিন নিরূপিত হইয়াছিল সেই দিবসে আরিষ্টেডিস স্বয়ং সভার মধ্যে উপস্থিত হইলেন এবং তাহার সমীপে দণ্ডায়মান এক ব্যক্তি আপনি লিখিতে না পারাতে আরিষ্টেডিসকে না জানিয়া তাহাকে আপন নাম ঝিনুকের উপরে লিখিতে যাচঞা করিল। আরিষ্টেডিস তাহাকে জিজ্ঞাসা করিলেন যে তুমি তাহাকে জান মুর্থ প্রত্যুত্তর করিল না আমি র্তাহাকে জানি না। আরিষ্টেডিস পুনশ্চ জিজ্ঞাসা করিলেন তিনি কখন তোমার হিংসা করিয়াছেন সে প্রত্যুত্তর করিল না। কিন্তু আমি যেখানে যাই সেইখানে আরিষ্টেডিসের যাথার্থিকতা ব্যতিরেকে আর কিছু শ্রবণ করি না এবং ইহা পুনঃ শুনিতে বিরক্ত হইয়া আমি তাহাকে নগরবহির্ভূত করিতে চাহি। আরিষ্টেডিস আর এক কথা না কহিয়া ঝিনুক লইলেন এবং তাহাতে আপন নাম লিখিলেন। পরে সভাস্থ লোকেরা এই আজ্ঞা করিলেন যে অহিংসক আরিষ্টেডিস কেবল আপনার যাথার্থ্যের আতিশয্যের নিমিত্তে নগরবহির্ভূত হইবে। ২। আরিষ্টেডিসের উত্তর । আরিষ্টেডিসের দুই বিবাদির মোকদ্দমার বিচার করিতে হইল। তাহাদের মধ্যে এক জন আপন বিপক্ষ আরিষ্টেডিসের বিষয়ে যত তিরস্কার বাক্য কহিয়াছিল তাহার প্রসঙ্গ করিতে লাগিল। আরিষ্টেডিস কহিলেন যে হে মিত্র তোমার বিপক্ষ তোমার উপরে যে হিংসা করিয়াছে তাহ বর্ণনা কর যেহেতুক আমি আপনার মোকদ্দমা করিতে বসি নাই কিন্তু তোমার মোকদ্দমা । ৩ । আরিস্টেডিস ও কবি । আরিষ্টেডিসের নিকটে এক জন কবির মোকদম উপস্থিত ছিল কবি র্তাহাকে আপন পক্ষে ব্যবস্থা কিছু হেলাইয়া দিতে মিনতি করিল। তাহাতে আরিষ্টেডিস এই উত্তর প্রদান করিলেন যে তুমি যদি কবির ব্যবস্থার বিপরীতে স্বত্র ছোট বড় লিখিত তবে কি প্রকৃত কবির মধ্যে গণ্য হইত। অতএব আমি যদি হায় অথবা ব্যবস্থার বিপরীতে কিছু আজ্ঞা করি তবে আমি কিরূপে প্রকৃত বিচারকর্ডার মধ্যে গণ্য হইব।