পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৮৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচীন গদ্য-সাহিত্য—ঈশ্বর গুপ্ত—জন্ম ১৮১১ খৃঃ । ইহাতে এতদ্রুপ আশঙ্কা করণের কারণ এই যে এই উদ্যোগের সঙ্গে সঙ্গেই দুৰ্য্যোগের সহিত সাক্ষাৎ হইয়াছে। অনুষ্ঠান করণমাত্র গাত্রপাত্র অমনি বিষম ব্যাধির আধার হইয়াছে। অতিশয় দুৰ্ব্বল ও উত্থানশক্তি রহিত হইয়া দুইমাস কাল শয্যা-সারপূর্বক অপর কয়েক মাস নৌকাযোগে কেবল জলে জলে বহুস্থলে ভ্রমণ করিলাম অথচ অদ্যপি সুস্থ হইয়া পূৰ্ব্ববত সবলাবস্থা প্রাপ্ত হইতে পারি নাই। এই ঘোরতর ভয়ঙ্কর সময়েও ক্ষণকালের নিমিত্ত কবিতাসংগ্রহের অনুষ্ঠান হইতে বিরত হই নাই। রোগের ভোগের যাতনায় জড়িত হইয়া সময়ে সময়ে প্রাণের প্রত্যাশা পরিহার করিয়াছি তথাচ এ প্রত্যাশা পরিত্যাগ করি নাই। সুপ্তির যথার্থরূপ তৃপ্তি-ভোগ প্রায় রহিত হইয়াছিল অথচ স্বপ্নে স্বপ্নে এমত অনুমান হইয়াছে যেন আমি আপনার অভিপ্রায়ানুযায়ী কাৰ্য্যসাধন করিতেছি । আমি সজীব থাকিয়া এই গুরুতর ব্যাপার সহজে সম্পন্ন করিতে পারি এমন সম্ভাবনা দেখিতে পাই না কেন না একে ধনাভাব তাহাতে আবার দৈহিক বলের হ্রাস হইয়া ক্রমে মৃত্যুর দিন নিকট হইয়া আসিতেছে। যদি মনের মত ধন থাকিত তবে কখনই এতাদৃশ খেদ করিতে হইত না অর্থ ব্যয় দ্বারা অনেকাংশেই অভিলাষ পূর্ণ করিতে পারিতাম। যাহা হউক আমরা এ পর্য্যন্ত সাধ্যের অতীত অনেক ব্যয় করিয়াছি ও করিতেছি এবং ইহার পর যত দুৱ সাধ্য তত দূর করিব কোন মতেই ক্রটি করিব না। ইহার নিমিত্ত যখন মহারত্ব পরমায়ু পৰ্য্যন্ত প্রতিজ্ঞা করিয়াছি তখন সামান্ত ধনে অধিক কি স্নেহ জন্মিতে পারে। এতদেশীয় পূৰ্ব্বতন কবিদিগের জীবন-বৃত্তান্ত পূৰ্ব্বে কেহ লিখিয়া রাখেন নাই এবং সেই সেই কবি মহাশয়েরাও আপনাপন বিরচিত প্রবন্ধ প্রকরণ প্রকটন পুরঃসর তন্মধ্যে স্ব-স্ব-পরিচয় লিপিবদ্ধ করিয়া মানবলীলা সম্বরণ করেন নাই স্থতরাং এইক্ষণে তৎসমুদয় প্রাপ্ত হইয়া সৰ্ব্বলোকের স্বগোচর করা যন্দ্রপ কঠিন ব্যাপার হইয়াছে তাহা বিজ্ঞ জনেরাই বিবেচনা করুন। আমি এক প্রকার সর্বত্যাগী হইয়া শুদ্ধ এই বিষয়েই প্রবৃত্ত হইয়াছি ইহাতে আমার অবস্থা যন্দ্রপ হইয়াছে তাহা আমিই জানিতেছি এবং যিনি সৰ্ব্বসাক্ষী তিনিই জানিতেছেন। আশা ও সাহসের আশ্রয় লইয়া অনুরাগসহযোগে চেষ্টা এবং যত্ন না করিয়া যদিস্তাৎ আর পাচবৎসর আলম্ভের ক্রীতদাস হইয়া পূৰ্ব্বের স্থায় বৃথা কালযাপন করিতাম তবে এই দেশে ঐ সমস্ত কবিদিগের কবিতা ও সৰ্ব্ববিষয়ের পরিচয়াদি প্রকাশ হওয়া দূরে থাকুক তাহারদিগের নাম পৰ্য্যন্ত একেবারে লোপ হইয়া যাইত যুবকেবা ইহার কিছুই জানিতে পারিতেন না। এই স্থলে ১০০ একশত বৎসরের পূর্বকার 〉b->> পীড়াজনিত বিঘ্ন। উপকরণের অতীব এবং প্রাণপণ চেষ্টা ।