পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৮৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট—জয়কৃষ্ণ দাসের বৈষ্ণব-দিগদর্শন—১৭শ শতাব্দী। Տե-ՋԳ শ্ৰীসরখেলের পুত্ৰ শ্ৰীআচাৰ্য্যনিধি। গঙ্গাদাস পণ্ডিত তিহো বিদ্যার অবধি ॥ হলায়ুদাচাৰ্য্য আর বল্লভ আচাৰ্য্য। শ্ৰীসনাতন রাজপণ্ডিতের বর্য্য ৷ পুরন্দরাচাৰ্য্য আর মিশ্র কাশীনাথ । শিবানন্দ সেন বৈদ্য বনমালী দাস ॥ মুরারি চৈতন্ত দাস প্রকাশ তথাতে। গোবিন্দ ঘোষ জন্ম হইল চাকদীতে ॥ গোবিন্দ মাধবানন্দ বাসুদেব হন। চৈতন্ত্য-কীর্তনে মাতে ভাই চারিজন ॥ পানিহাট জনম লভিলা পুরন্দর। রাঘব পণ্ডিত আর মিশ্র কাশীশ্বর ॥ পরমানন্দ গুপ্ত দাস ঈশান বলিয়া ॥ দ্রাবিঢ়ে গোপালভট্ট রাঘব গোসাঞি। কাশীশ্বর হরিভট্ট প্রকাশ তথাই ॥ আকাইহাটেতে বড় কৃষ্ণদাস নাম। কৃষ্ণদাস বিহরয়ে বড়গাছি ধাম ॥ মামুদাবাদেতে জন্ম কালিয়া কৃষ্ণদাস। মুকুন্দ বালক নাম শ্ৰীনাথ প্রকাশ ॥ জন্মিলা স্ববুদ্ধিখান গুপ্তপাড়া গায়ে। অনন্তাচাৰ্য্য গোবিন্দাচাৰ্য্য রঘুনাথ তথায়ে। কাশীনাথ মিশ্র মধু পণ্ডিতহে আৰ। তুলসী মিশ্রহো তমুলুকে প্রচার ॥ গৌরীদাস পণ্ডিত জন্মিলা অম্বিকায় । শ্ৰীভাগবতাচাৰ্য্য পরমানন্দ তায় ॥ নারায়ণ গুপ্ত আর বৈদ্য গঙ্গাদাস । বুদ্ধিমন্ত খান পানিলাতে পরকাশ ৷ রঘুনাথ দাস আর জগদীশ দাস। তথাই হইল এই দুহে পরকাশ ৷ শুক্লাম্বর ব্রহ্মচারী কুমারহট্টেতে। সঞ্জয় পণ্ডিত আর শ্ৰীমান হো তাছাতে ॥ উৎকলে জন্মিলা উড়্য বলরাম দাস । জগন্নাথ দাস আর তথাই প্রকাশ ॥