পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৮৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b^లిసి বঙ্গ-সাহিত্য-পরিচয় । বিধি বাদ সাধলে অগাধ জলে । রাত্রিকালে খুলে তরণী অতল গাঙ্গে ভাঙ্গা ডিঙ্গে তলাবে অম্নি, তুরিত তরবো ভেবে এসেছিলাম সভে তরী চেপে রয়েছি সেই কুলে। ( 8 ) ভাই রে আমাদিগের এ গাঙ্গে পারের চিন্তা নাই । সকালে পার কৰ্ত্তে না পাল্যে সুখে থাক ভাই ॥ একটা কথা সুধাই এক্ষণে, আনাগোনা কৰ্ত্তে মানা দিলে কি জন্তে, যত নদনদীতে কে কোথায় দেখেছে, রাত্ৰিযোগে পারের নৌকা চলে। (১) ( & ) অনঙ্গে ভাঙ্গা ডিঙ্গে তরঙ্গে কোণা ধরেছে। . ভব-পাথরে সার রে একবারে সভারে মনে করেছে ৷ পেরো পাথারেতে বাচাতে ইচ্ছা আছে যার, যেরূপে সে পারে ভব-কুপে করিতেছে নিস্তার, তরুতে এসে বসে রএছি, তোমার ভয়ে ভীত হ’য়ে ভাবতে লেগেছি, তুমি বিনি দোষে এমন দিনকে ছুষে কি সরোষে দিনটে বইয়ে দিলে ॥ ( ৬ ) তোমরা তরবে বলতে তরীতে উঠিএ ছিলাম ভাই। দিন গেলে মনোমত রাত পেলে তরী খুলে যাই ॥ তোমরা বলে বল তাই শুনি, কিসের জন্তে দিনে দিনে বাও না তরণী, (১) এই গানের ভগব ভাল বুঝিতে পার গেল না। সহজ পথ,— প্রকাগু ভাবে (সকালে ) তুমি নদী উত্তীর্ণ না হইতে পারিলেও ভীত হইওনা। এখানে সকলের প্রবেশ ( আনাগোনা ) করার অধিকার নাই। এখানে খেয়া (মুক্তির পথ ) রাত্রিতে (অতি গোপনে চলে।