পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৮৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট—কর্তাভজা লালশশী—১৮শ শতাব্দী। b^రిసి যারে আট-কপালে আয় বলে ডাক্‌লে দেখা পাই, (১) অনাসে খুব মনের উল্লাসে তারি পিছে ধাই, যারে দেখতে পেতে না পেতে করতে ওরে সাধ, যে সেবিছে দেখতে পাছে ঘট্‌ছে পরমাদ, সে কখনো হয় কাঙ্গল হৃদয় কখনো হয় তালেবর ॥ ( >8 ) যত বানর রূপে এ ভবে জীবের আগমন । যেমন ইচ্ছে হয়েছে কিম্বা হতেছে পাছে তার মতন ॥ আমার ইচ্ছা-মুখে কোন লোকে দিতে ইচ্ছা নাই, দেখতে আপদ ঘটে তাই সেইটে দেখতে পাই, পেয়ে মনের ব্যথা কৈ নে কোন কথা এ যাতনায় কোথা পালা এ যাব ৷ ( × ) এই যে যাদের পদে আমাদের হচ্ছে মহাত্রটি। প্রতিপদে হচ্ছে নিয়ত শত কোটি কোটি ॥ এদের ব্রহ্মপদ মুসাধ্য বাধ্য সকলে, কল্পে সকল হলাহল অমৃত নিরীক্ষণ রতন যতনে, পদসার লইয়ে স্মরণ নিয়ে পেএ ভরসা, নির্জনে পাই মনকে বুঝাই ঘুচাই দশ দশা, লালশশী ডেকে বলছে ধোক নাগলে হঠাতে কণ্ঠদ ভবো । ( అ ) এই ত সেই সহজ দেশের ধারা। হেরে চাদের কোণা করে আনাগোনা ঠিকানা পায়ন মোপ্তখর অমিয় প্রমত্ত ধারা। হলো আখি ভরে বারেক হেরে সহজ মামুষে, অগাধ সিন্ধু জগদবন্ধু বিন্দু পরশে, সাধু সদাসাধ্য বিদগ্ধহৃদ অগাধসিন্ধু রসে ভরা ॥ (১) আট-কপালে = দুর্ভাগা। আমার মত দুর্ভাগ ও যাহাকে ডাকামাত্র দেখা পাই । - -