পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৯০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৮৪২ বঙ্গ-সাহিত্য-পরিচয় । ( & & ) আগে স্থষ্টি হতে না হতে লিখছে বিধাতা। দেখ তেছি তার মিথ্যা নয় একটি সত্য সব কথা ॥ যেমন স্বর্ণ-রেখা পাকা পাথরে, তেমনি লিখেছেন তিনি রজনী দিন ওজন করে, ভবে অসম্ভবে যা সম্ভবে ভাব তে ভাবতে শোভা পায় ॥ - ( २७ ) নিশি প্রভাত হোতে হোতে। গুণের নিধি দেখতে পাচ্ছি দাড়িয়ে আছে পথে পথে । তোরে না হেরিয়ে রাত পোহাই, হেরিলে আনন্দ-জলে ভেসে যাই, খিদেয় জলতেছে হৃদয়, তোরে দেখে নিমিকে অমনি শীতল হয়, অম্নি নিধি এসে দেখা দেবে রাত পোহলে ৷ - ( Ro ) আমরা যত শিশুগণে । আজ অবধি খাবার দ্রব্য আনৰ সব এই খানে । দধি দুগ্ধ ছেন মাখন ক্ষীর সর, তাই কর ভাই ত্বর ত্বর একত্তর দধি লাগাইদ ইস্তক, সুধাময় অধরে দেও হোকু সভের সার্থক, লালশশীর বিষয় সভাইকে দেও মুখে তুলে ৷ শুন বলি তাই নীলমণি। কিমত নাই ঘরে ঘরে ক্ষীর লবনী ॥ তোমার দিকে তাকিএ দেখতেছি, হয় ভালো ধূলা খেলা করতেছি, তুমি বারেক হেরিলে, শিশুগণের নয়নে ভাসে প্ৰেম-জলে, খেতে পাই বা না পাই দেখে কিছুইতো বোলবে না। ( २v ) খেলার শব্দ পেলে আমরা আসি । পরম রঙ্গে খেলতে ভালবাসি ॥